খেলার খবর

শিবলির সেঞ্চুরিতে ফাইনালে রান পাহাড়ে যুবারা 

ডেস্ক রিপোর্ট:  

৭১, ৫৫*, ১১৬*, ৭, ১২৯। যুব এশিয়া কাপের পাঁচ ম্যাচে বাংলাদেশের ওপেনার আশিকুর রহমান শিবলির ব্যক্তিগত রান। যেন স্বপ্নের মতো এক আসর কাটাচ্ছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। এক ম্যাচে বাকি সবগুলোতেই পেয়েছেন ফিফটি বা সেঞ্চুরির দেখা। ফাইনালে এসেও খেললেন অসাধারণ এক ইনিংস। সঙ্গে রিজওয়ানের ৬০ এবং আরিফুলের ৫০ রানের ভরে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৮২ রান। 

বাকি কাজ এখন বোলারদের। ২০১৯ সালের স্মৃতি ভুলে বাংলাদেশের সামনে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয়ের হাতছানি। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের দশম আসরের ফাইনালে আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সেখানে শুরুতেই ধাক্কা খায় মাহফুজুর রহমান রাব্বির দল। দলীয় ১৪ রানের মাথায় ফেরেন ওপেনার জিশান আলম (৭)।

আগের ম্যাচে সেমিতে রান আউটের শিকার হয়েছিলেন শিবলি। তবে ফাইনালে এসে আরও একবার চেনালেন নিজের জাত। রিজওয়ানকে নিয়ে শুরুর চাপ সামলে এগোতে থাকেন দারুণ ছন্দে। গড়েন ১২৫ রানের দলীয় সর্বোচ্চ জুটি। ফিফতটি পেরিয়ে ৭১ বলে ৬০ রান করে ফেরেন রিজওয়ান।   

তবে ব্যাট হাতে ছন্দ ধরে রাখেন শিবলি। ১২৯ বলে তুলে নেন আসরের দ্বিতীয় সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে এগোতে থাকেন আগের ম্যাচে জয়ের নায়ক আরিফুল ইসলাম। রান তুলতে থাকেন দ্রুতগতিতে। ৪০ বলেই দেখা পান ফিফটির। তবে এরপরই ধরেন সাজঘরের পথ। দলীয় ২২৫ রানের ফেরেন আয়মান আহমেদের বলে, লেগ বিফোরে। 

তবে শিবলি আগলে রাখেন তার উইকেট। শেষ পর্যন্ত তার ১৪৯ বলে ১২ চার ও ১ ছক্কায় ১২৯ রানের নান্দনিক ইনিংসের ভরে ২৮২ রানের পুঁজি পায় যুবারা। স্বাগতিকদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নেন ডানহাতি পেসার ওমিদ রহমান।   

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *