শাহজালালে চার কোটি টাকার সোনার বার উদ্ধার
ডেস্ক রিপোর্ট: ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার কোটি টাকার সোনার বার সহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি দল।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো. সালাহ উদ্দিন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, রোববার বেলা ১১ টার সময় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালালের অবতরণ করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. সালাহ উদ্দিন নামের ওই যাত্রীকে ইমিগ্রেশন করার পর ৪১ টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়।
উদ্ধার হওয়া সোনার বারের দাম আনুমানিক চার কোটি টাকা। তার বিরুদ্ধে বিমান বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
আটক সালাহ উদ্দিনের পাসপোর্ট নম্বর ইএইচ- ০৭৩৮৪০২। তার বাড়ি ফেনী জেলার ছাগালনাইয়ায়।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।