সারাদেশ

এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলার যুবারা, প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ফেনীর ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ (ইনু) এর প্রার্থীসহ ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের ১ জন, জাসদের ১ জন এবং জাকের পার্টির ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনীর ৩টি আসনে আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থী ছিলেন ২৬ জন। তাদের মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় নির্বাচনী মাঠে থাকবেন ২১ জন প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ৩টি আসনে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরমধ্যে ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম) আসনে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, জাসদের প্রার্থী শিরিন আখতার ও জাকের পার্টির প্রার্থী রহিম উল্লা ভুঞা। ফেনী-২ (সদর) আসনে ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি হলেন, জাকের পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম। ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ২ জন। তার মধ্যে একজন আওয়ামী লীগের আবুল বাশার অন্যজন জাকের পার্টির প্রার্থী মোঃ আবুল হোসেন।

৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারে ফেনীতে মোট বৈধ প্রার্থী রইলেন ২১ জন। যারা ভোটের মাঠে লড়াইয়ে থাকবেন। এরমধ্যে ফেনী-১ আসনে বৈধ প্রার্থী ৬ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তৃণমূল বিএনপির মোঃ শাহজাহান শাজু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে প্রার্থী কাজী মোঃ নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল ও স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী।

ফেনী-২ আসনে বৈধ প্রার্থী ৮ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, তৃণমূল বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ভূঞা, জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন, খেলাফত আন্দোলনের আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম।

ফেনী-৩ আসনে বৈধ প্রার্থী ৭ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী তবারক হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছির, স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্ল্যাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন, তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ এবং সাংস্কৃতিক মুক্তি জোটের জোবায়ের ইবনে সুফিয়ান।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *