আন্তর্জাতিক

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৯০

ডেস্ক রিপোর্ট: গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০০ জন। 

রোববার (১৭ ডিসেম্বর) চালানো ওই হামলায় জাবালিয়াতে অবস্থিত আল বারসা এবং আলওয়ান আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, জাবালিয়াতে চালানো ইসরায়েলের হামলায় শিশু ও নারীরা নিহত হয়েছেন। এতে আরও অনেকে নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তারা ধারণা করছেন, নিখোঁজরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

এ হামলায় আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। কিন্তু ওই মেডিকেলে নতুন রোগীদের সেবা দেয়ার মতো সুযোগ নেই।

এদিকে, ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনের জিহাদি গোষ্ঠীর মুখপাত্র দাউদ শিহাবের ছেলে মারা গেছেন। হামাসের তরফ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *