সারাদেশ

ফেনীতে নির্বাচনী প্রচারণা শুরু

ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ সিরাজগঞ্জ ৬টি আসন প্রার্থী ও তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নির্বাচনে আওয়ামী লীগ , স্বতন্ত্র, জাতীয় পাটি, জাসদ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বিএনএম, জাকের পাটি, ওয়াকার্স পাটি এবং বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি) ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তিনি আরও জানান, সিরাজগঞ্জ-১ (কাজিপুর): তানভীর শাকিল জয় (নৌকা), জহুরুল ইসলাম (লাঙ্গল), সবুজ আলী (নোঙ্গর), মো. সাইফুল ইসলাম (মশাল)।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ): জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী), মো. সোহেল রানা (সোনালী আঁশ)।

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ): ডা. আব্দুল আজিজ (নৌকা), জাকির হোসেন (লাঙ্গল), গোলাম মোস্তফা (নোঙ্গর)। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): শফিকুল ইসলাম (নৌকা), হিল্টন প্রামাণিক (লাঙ্গল), মোস্তফা কামাল বকুল (মশাল)।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): আব্দুল মমিন মন্ডল (নৌকা), ফজলুল হক (লাঙ্গল), আব্দুল হাকিম (নোঙ্গর), নাজমুল হক (গামছা), আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল), আব্দুল্লাহ আল মামুন (কাঁচি)।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): চয়ন ইসলাম (নৌকা), মোক্তার হোসেন (লাঙ্গল), মোজাম্মেল হক (মশাল), রেজাউল রশীদ খান (হাতুড়ি), তারিকুল ইসলাম (সোনালী আঁশ), মোহাম্মদ শামীম (নোঙ্গর), কাজী মো. আলামীন (একতারা), হালিমুল হক মিরু (ঈগল) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

এদিকে জেলার ৬টি আসনের মধ্যে  দুটি আসনে সিরাজগঞ্জ-৫ বেলকুচি -চৌহালী) আসনে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দু’জনেই ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এই দুই আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর (নৌকা) সাথে  স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *