আন্তর্জাতিক

হামাসের হামলায় ইসরায়েলের পাঁচ সৈন্য নিহত

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ গাজায় হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর পাঁচ সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কেবল এই উপত্যকায় ১২৭ সৈন্য নিহত হলেন।

সোমবার (১৮ ডিসেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীর পাঁচ সৈন্য গাজায় স্থল অভিযানে হামাসের হাতে নিহত হয়েছেন। এদের চারজনই দক্ষিণ গাজায় হামাসের সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছিলেন। ওই এলাকায় বর্তমানে হামাস-ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে। এছাড়া গত সপ্তাহে গুরুতর আহত হওয়া আরেক সৈন্যও মারা গেছেন।

নিহত সৈন্যদের মধ্যে কয়েকজন ইসরায়েলের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিজাত শাখা ডুভদেভানের সদস্য ছিলেন। এই শাখার সদস্যরা গোপনীয় অভিযান চালাতে বিশেষভাবে দক্ষ ছিলেন বলেও জানানো হয় গণমাধ্যমটি। 

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত ফিলিস্তিনের ১৯ হাজার বেসামরিক নাগরিক ও সৈন্য নিহত হয়েছেন।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *