‘বঙ্গবন্ধু টানেল দেশের ইতিহাসে উন্নয়নের মাইলফলক’
ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু টানেল দেশের ইতিহাসে উন্নয়নের মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টানেল উদ্বোধনের পূর্ব প্রস্তুতি দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘এটা বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের একটা মাইলফলক হিসেবে পরিগণিত হবে। আমরা উন্নত বিশ্বের দেশগুলোতে গেলে দেখতাম নদী-সাগরের তলদেশ দিয়ে অবাক করার মতো টানেল, রাস্তা আছে। সেই অবাক বিশ্বের টানেলটি আজ আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করেছেন চট্টগ্রামের সাথে কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য। কেবল চট্টগ্রামই নয়, পাশাপাশি সারাদেশ থেকে যারা কক্সবাজার যাবে সবার জন্যই এই টানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে ইতিহাসে প্রথবারের মতো কর্ণফুলি নদীর তলদেশে তৈরি হয়েছে বঙ্গুবন্ধু টানেল। ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হবে। এই জনসভার প্রস্তুতি দেখতে আসলাম। মাঠ, মঞ্চ প্রায় প্রস্তুত হয়ে গেছে। টানেলটি যেমনি ঐতিহাসিক উন্নয়নের মাইলপলক হবে, তেমনি ২৮ অক্টোবরের জনসভাও স্মরণকালের ইতিহাসে শ্রেষ্ঠ জনসভা হবে।’
দেশ ও দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘টানেল উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন। তিনি জনগণের সামনে উন্নয়নের চিত্র তুলে ধরে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগণের সমর্থন চেয়ে বক্তব্য দিবেন, আমাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন।’
উল্লেখ্য, টানেল নির্মাণে বাণিজ্যিক চুক্তি হয় ২০১৫ সালের ৩০ জুন। পরের বছরের ১৪ অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তি পরস্তর স্থাপন করেন। প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর। প্রধানমন্ত্রী টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি।
টানেলের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন, কর্ণফুলী নদীর উভয় পাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং চীনের সাংহাই শহরের ন্যায় চট্টগ্রামকে ‘ওয়ান সিটি অ্যান্ড টু টাউন’ মডেলে গড়ে তোলাই প্রকল্পের উদ্দেশ্য।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।