বিনোদন

‘ডানকি’তে শাহরুখকে ছাপিয়ে ভিকি কৌশল

ডেস্ক রিপোর্টঃ মুক্তি পেয়েছে শাহরুখের এই বছরের শেষ ছবি ‘ডানকি’। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ‘ডানকি’ নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। ভক্তদের প্রত্যাশা কি পূরণ করতে পেরেছে এই ছবিটি?

মুক্তির প্রথম প্রহরেই যারা ‘ডানকি’ দেখেছেন তারা টুইটারে প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেই সব প্রতিক্রিয়ায় নজর রাখছেন যারা ছবিটি এখনও দেখেননি তারা।

এক ভক্ত লিখেছেন, ‘পাঠান ও জওয়ান ভালো ছিল, তবে শাহরুখের কমেডি মিস করেছি। ডানকি আবারও প্রমাণ করে দিল যে শাহরুখ কমেডিতে সেরা।’

 

‘ডানকি’ সিনেমার দৃশ্য

আরেকজন লিখেছেন, ‘রাজকুমার হিরানির সবচেয়ে দুর্বল ছবি ডানকি! রসিকতাগুলো মোটেও উপভোগ্য নয় এবং স্ক্রিপ্টও ম্লান। তাপসি ও শাহরুখের রসায়ন বিন্দুমাত্র জমেনি, যদিও ছবির জন্য রসায়নটা গুরুত্বপূর্ণ ছিল। ছবিটিকে বাঁচাতে পেরেছেন একমাত্র ভিকি কৌশল।’

আরেক নেটিজেন লিখেছেন, ‘মোটামুটি। বিশ্বাস করুন আর নাই করুন, ছবিটিতে রাজত্ব করেছেন সহ-অভিনেতা ভিকি। স্যাম বাহাদুরের জন্য সেরা অভিনেতার পুরস্কারের পাশাপাশি ডানকির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার প্রাপ্য ভিকির।’

আরেক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমি হতাশ। অনেক প্রত্যাশা ছিল। কিন্তু পূরণ হয়নি। কমেডিগুলো পুরোনো ধাঁচের। আমি শাহরুখ ভক্ত কিন্তু খুবই হতাশ।’

‘ডানকি’ সিনেমার দৃশ্য

ট্রেড এক্সপার্ট সুমিত কাদেল বলেছেন, ‘ডানকির প্রথম অর্ধেক দারুণ। পরের অর্ধেকও ভালো। বক্স অফিসে ভালো করবে। প্রথম অর্ধেক করতালি পাওয়ার মতো। শাহরুখ, তাপসি পান্নু খুবই ভালো করেছেন। ভিকি কৌশল সব মনোযোগ ছিনিয়ে নিয়েছেন।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *