খেলার খবর

আম্পায়ারের উপর চড়াও হয়ে নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট: আম্পয়ারের সঙ্গে বিবাদে জড়িয়ে নিষেধাজ্ঞার মুখে পড়ছেন ইংলিশ অলরাউন্ডার টম কারেন। গত ১১ ডিসেম্বর বিগ ব্যাশে ম্যাচ শুরুর আগে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত ১১ ডিসেম্বর লঞ্চেস্টনে সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেন্সের ম্যাচের আগে বোলিং অনুশীলন করছিলেন কারেন। এ সময় বেশ কয়েকবার পিচের উপর চলে আসেন তিনি। পিচ নষ্ট হওয়ার শঙ্কায় আম্পায়ার তখন তাকে এ বিষয়ে সতর্ক করেন।

কিন্তু আম্পায়ারের সতর্কতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পিচের অন্য প্রান্ত থেকে বোলিংয়ের জন্য দৌড় শুরু করেন কারেন, তাকে রুখতে আম্পায়ার স্টাম্পের সামনে অবস্থান নেন। তবে কারেন এরপরও রানআপ চালিয়ে আম্পায়ার বরাবর দৌড়ে আসতে থাকেন। শেষ মুহূর্তে একপাশে সরে গিয়ে সংঘর্ষ এড়ান আম্পায়ার।

এমন আচরণের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হলে নিজেকে নির্দোষ দাবি করেন কারেন। তবে তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের লেভেল ৩ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সিএ।

বিগ ব্যাশে তার দল সিডনি সিক্সার্স নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে ক্রিকইনফো।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *