সারাদেশ

বিএনপি বিদেশিদের ভুল তথ্য দিচ্ছে: মোমেন

ডেস্ক রিপোর্ট: বিএনপি বিদেশিদের ভুল তথ্য দিচ্ছে: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সিলেট-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে গ্রেফতার নিয়ে বিদেশিদের কাছে ভুল তথ্য দিচ্ছে বিএনপি। সরকার প্রকৃত তথ্য তুলে ধরছে। ঢালাওভাবে কোনো নেতাকর্মীকে গ্রেফতার করছে না সরকার। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) নগরীর বদিকোনাস্থ ইজতেমা মাঠে পবিত্র জুম্মার নামাজ শেষে এসব কথা বলেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন বানচালে বিএনপির সন্ত্রাসী কার্যকলাপের প্রকৃত তথ্য বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন আর কোনো ভুল তথ্য দিয়ে কারও সহানুভূতি আদায় করা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান এমপি, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়রম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

পথসভার মাধ্যমে নিজ আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বসুরহাটের জিরো পয়েন্ট মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।

এ পথসভায় কয়েক হাজার মানুষ নিয়ে যোগ দেন বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। এছাড়াও উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য।

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের চির প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদু। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মারা যান। বিএনপি নির্বাচন না করায় এ আসনে এবার ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তরুণ ব্যারিস্টার তানভীর আহমেদসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

;

সভা-সমাবেশের নিষেধাজ্ঞার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

ছবি: বার্তা ২৪.কম

সভা-সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (২২ ডিসেম্বর) দেশব্যাপী বিক্ষোভ এর অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুগপৎ এই কর্মসূচিতে আরও অংশগ্রহণ করে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও ঐক্য ন্যাপ এর নেতাকর্মীবৃন্দ।

বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা সমন্বয়ক ইমাম হোসেন খোকন এর সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য অজিত দাস এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ-মার্কসবাদী ময়মনসিংহ জেলা সমন্বয়ক শেখর রায়, নয়া গনতান্ত্রিক গণমোর্চার আহবায়ক আবু বকর শেখ রোমেল, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক মনজুরুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জনমত উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারি আবারও একতরফা নির্বাচন করতে যাচ্ছে। নির্দলীয় তদারকি সরকারের গণদাবি উপেক্ষা করে এই একতরফা নির্বাচন নির্বিঘ্ন করতে সরকারের তাবেদার নির্বাচন কমিশন দেশে নির্বাচন বিরোধী সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী। আওয়ামী লীগ সরকারের সাধারণ মানুষের মতপ্রকাশের অধিকার কেড়ে নেয়ার ধারাবাহিক ফ্যাসিবাদী পদক্ষেপের চূড়ান্ত অবস্থা। এই ধরনের কালাকানুন এদেশের মানুষ কোনভাবেই মেনে নেবে না। ফ্যাসিস্টদের আসন ভাগাভাগির একতরফা নির্বাচনে জনগণের কোন স্বার্থ নেই। দেশের সকল গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করতে এই প্রহসনের নির্বাচন আয়োজন করেছে।’

;

সভা-সমাবেশের নিষেধাজ্ঞার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

ছবি: বার্তা ২৪.কম

সভা-সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (২২ ডিসেম্বর) দেশব্যাপী বিক্ষোভ এর অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুগপৎ এই কর্মসূচিতে আরও অংশগ্রহণ করে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও ঐক্য ন্যাপ এর নেতাকর্মীবৃন্দ।

বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা সমন্বয়ক ইমাম হোসেন খোকন এর সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য অজিত দাস এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ-মার্কসবাদী ময়মনসিংহ জেলা সমন্বয়ক শেখর রায়, নয়া গনতান্ত্রিক গণমোর্চার আহবায়ক আবু বকর শেখ রোমেল, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক মনজুরুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জনমত উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারি আবারও একতরফা নির্বাচন করতে যাচ্ছে। নির্দলীয় তদারকি সরকারের গণদাবি উপেক্ষা করে এই একতরফা নির্বাচন নির্বিঘ্ন করতে সরকারের তাবেদার নির্বাচন কমিশন দেশে নির্বাচন বিরোধী সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী। আওয়ামী লীগ সরকারের সাধারণ মানুষের মতপ্রকাশের অধিকার কেড়ে নেয়ার ধারাবাহিক ফ্যাসিবাদী পদক্ষেপের চূড়ান্ত অবস্থা। এই ধরনের কালাকানুন এদেশের মানুষ কোনভাবেই মেনে নেবে না। ফ্যাসিস্টদের আসন ভাগাভাগির একতরফা নির্বাচনে জনগণের কোন স্বার্থ নেই। দেশের সকল গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করতে এই প্রহসনের নির্বাচন আয়োজন করেছে।’

;

জনগণ ছাড়া অসহযোগ আন্দোলনের মানে হয় না: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। ট্রেনে, বাসে এবং ট্রাকে আগুন দিচ্ছে। তবে আন্দোলন করলেও জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কেঁতুয়া গ্রামের পাটওয়ারী বাড়িতে উঠোন বৈঠক শেষে বিএনপির অসহযোগ আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‌‘১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি, আমরা সফল হয়েছি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গান্ধিজি অসহযোগ করেছেন, তিনি সফল হয়েছেন। সফল অসহযোগ এগুলোই। আর বিএনপি কার বিরুদ্ধে, কাকে নিয়ে অসহযোগ করছেন।’

তিনি আরও বলেন, ‘যারা এই নাশকতা ও সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, অসহযোগের মানেও তারা বোঝেন না, অসহযোগের কোনো সুযোগও নেই তাদের, কারণ জনগণ তাদের সঙ্গে নেই।’

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *