সারাদেশ

সকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের অন্তিমযাত্রা-মহাপ্রস্থান বাংলার মাটিতে নিশ্চিতের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি নাকি মহাযাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই- সন্ত্রাস, দুর্নীতিবাজ, জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের মহাযাত্রা নয়, তাদের অন্তিমযাত্রা-মহাপ্রস্থান বাংলার মাটিতে নিশ্চিত করব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করে গণতন্ত্র ও সংবিধানকে অক্ষুন্ন রাখতে আমরা দায়িত্ব পালন করব। আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে ব্যালট বিপ্লব করতে চাই।

সাদ্দাম হোসেন বলেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত দেশের গণতন্ত্র নিয়ে নতুন করে ছিনিমিনি খেলতে চায়। যাদের কাছে গণভবনের চেয়ে হাওয়া ভবন গুরুত্বপূর্ণ, যাদের কাছে দেশের মানুষের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ, যাদের কাছে ব্যালটের চেয়ে গুলি গুরুত্বপূর্ণ, যাদের কাছে দেশের সংবিধানের চেয়ে বিদেশি প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ, যাদের কাছে মানুষের ভোটাধিকারের চেয়ে বিদেশি সমর্থন গুরুত্বপূর্ণ, যারা লাখো শহীদের রক্তের সাথে বেইমানী করেছে সেই অপশক্তির চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য ছাত্রলীগ সভাপতি বলেন, ২৮ অক্টোবর প্রতিটি জেলা, মহানগর, ওয়ার্ড, বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে থাকবে রাজপথ। রাজপথের ছাত্রলীগ রাজপথেই থাকবে।

কর্মী সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপল প্রমুখ।

কর্মী সভায় রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *