আন্তর্জাতিক

গাজায় আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩৩

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তিনটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৩৩ জন নিহত হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে এ হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।

গাজা শহরের দক্ষিণ-পূর্বে আল-জায়তুন পাড়ায় আল-নাদিমের মালিকানাধীন চারতলা বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো সতর্কতা ছাড়াই হামলা চালানো হয় বাড়িটিতে।

নুসিরাত শরণার্থী শিবিরে আল-হুর পরিবারের বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

দক্ষিণ গাজায় খান ইউনিস শরণার্থী শিবিরে সাত্রি পরিবারের বাড়িতে বিমান হামলায় তিন বাসিন্দা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামাস ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে। এর পর থেকেই ধারাবাহিকভাবে গাজা শহরের বোমাবর্ষণ করছে ইসরায়েল। এই হামলায় ৭ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগই নারী ও শিশু।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *