সেরা করদাতার সম্মাননা পেল এডব্লিউআর ডেভেলপমেন্টস
ডেস্ক রিপোর্ট: জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছে এডব্লিউআর ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেড। ২০২২-২৩ কর বছরে রিয়েল এস্টেট খাতে এ সম্মাননা লাভ করে প্রতিষ্ঠানটি।
শনিবার (২৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এডব্লিউআর ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেডের প্রধান নির্বাহী শওকত হোসেনের কাছে সম্মাননা সনদ তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
ওই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর কার্ড প্রদান করে এনবিআর। রিয়েল এস্টেট খাতে এডব্লিউআর ডেভেলপমেন্টস (বিডি) তৃতীয় স্থান অর্জন করে।
প্রকৌশল খাতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনামের সাথে কাজ করছে এডব্লিউআর ডেভেলপমেন্টস (বিডি)। ২০০৭ সালে প্রতিষ্ঠানটি আবাসন খাতে যাত্রা শুরু করে। মাত্র দুই বছরের মধ্যেই সংশ্লিষ্টখাতে সুনাম অর্জন করে এই প্রতিষ্ঠান।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।