টাইমড আউট হওয়ার ভয়ে প্যাড ছাড়াই ব্যাটিংয়ে হারিস!
ডেস্ক রিপোর্ট: বিগব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে এখন খেলছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ২৩ তারিখ (শনিবার) দলের তৃতীয় ম্যাচে পরপর তিন উইকেট হারানোর পর ঠিকমতো প্রস্তুতি না নিয়েই মাঠে নেমে যান এই ক্রিকেটার।
মূলত টাইমড আউট থেকে রক্ষা পেতেই তিনি এই সিদ্ধান্ত নেন। গত মাসে ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ম্যাথিউসকে টাইমড আউট করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তারপরই বিশ্বজুড়ে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
আজ বিগব্যাশে সিডনি থান্ডার্সের বিপক্ষে এই ঘটনাটি দেখতে পায় ক্রিকেট বিশ্ব। পরপর তিনটি উইকেট তুলে নেয় সিডনির বোলাররা। এরপর ১১ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন হারিস রউফ। দ্রুত উইকেটের পতন ঘটায় ঠিকমতো প্রস্তুত হওয়ার সময় পাননি পাকিস্তানি এই পেসার।
নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে না নামলে ‘টাইমড আউট’-এর নিয়ম মোতাবেক আউট হিসেবে গণ্য করা হতো হারিসকে। সেই ভয়ে তাই প্যাড না লাগিয়েই মাঠে নেমে যান তিনি। হাতে হেলমেট আর ব্যাট নিয়েই গ্লাভস পড়তে পড়তে মাঠে নামেন তিনি। পরে অবশ্য তার জন্য মাঠেই প্যাড নিয়ে আসতে দেখা যায়।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।