আন্তর্জাতিক

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর অবস্থান ঘোষণা

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নৌকার পক্ষ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম মমিনুল হক সাঈদ।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ কথা জানান। সাঈদ হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ফেসবুক পোস্টে মমিনুল হক সাঈদ বলেন, ‘আলহামদুল্লিলাহ্, আলহামদুল্লিলাহ্, আলহামদুল্লিলাহ্। মহান সৃষ্টিকর্তার দরবারে সকল কিছুর জন্য লক্ষ্য কোটি শুকরিয়া। আমার প্রিয় নবীনগরবাসী ‘আস্সালামু আলাইকুম’ আপনারা অনেকই অবগত আছেন আমি ২৪৭, ব্রাহ্মণবাড়িয়া-৫ এর নবীনগর সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলাম যা গত ৩ তারিখ বাছাই এ বৈধতা পায় ও ১৮ তারিখ ঈগল প্রতীক প্রাপ্ত হয়।’ 

তিনি আরও বলেন, ‘সত্য হচ্ছে এই দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে আমি সিরিয়াস ছিলাম তাই সকল প্রস্তুতি গ্রহণ করেছিলাম। কিছু কুচক্রীদের হাত থেকে নবীনগর কে রক্ষার স্বার্থে যখন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী শেখ হাসিনা ফয়জুর রহমান বাদল ভাই কে দলীয় প্রার্থী মনোনীত করেন। আমি আমার নির্বাচনী সিদ্ধান্ত  পরিবর্তন করি।’ 

সাঈদ বলেন, ‘পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমি স্বতন্ত্র একজন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম আর প্রত্যাহার পত্র সাইন করে বাদল ভাই এর নিকট রেখে দিয়েছিলাম এবং এই সকল বিষয়ে আমাদের নবীনগরের নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদল ভাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জোট মহাজোট ও চক্রান্তকারীদের জন্য শেষ সময়েও প্রত্যাহার করা হয় নি তাই প্রতীক বরাদ্দের সময় ঈগল প্রতীক প্রাপ্ত হই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর এর মার্কা, আধুনিক ডিজিটাল রাষ্ট্র তৈরির কারিগর জননেত্রী শেখ হাসিনার মার্কা আমাদের নৌকার মাঝি ফয়জুর রহমান বাদল ভাই এর জন্য আমরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই।’ 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যারা আমাকে স্বতন্ত্র প্রার্থিতার জন্য সাক্ষর দিয়েছেন যারা এই কার্যক্রম পরিচালনায় নিরলস পরিশ্রম করেছেন সবার নিকট আমি ঋনী চির কৃতজ্ঞ।’ 

এর আগে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেয়।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *