জয়পুরহাটের খবর

বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকার বিরোধী দলকে জব্দ করার জন্য, তাদের সন্ত্রাসী নাম দেওয়ার জন্য দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ভোট বর্জনের গণসংযোগপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় নৌকার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও ডামি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আর সরকার এর দায় বিরোধী দলের উপর চাপাচ্ছে। এজন্য বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে ঢুকিয়ে ফরমায়েশি রায় দিয়ে দিচ্ছে। আর নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি করে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’ 

সাইফুল হক বলেন, ‘নির্বাচনে কাকে বিরোধী দলের নেতা ঘোষণা করা হবে, সেটাও জনগণ জানে। গতকাল জি এম কাদের রংপুরে বক্তৃতায় বলেছেন, আমরা একটি দল হিসেবে গড়ে উঠার চেষ্টা করছি ৷ সরকারের সঙ্গে কিছু কিছু বোঝাপড়া হয়েছে। কিন্তু প্রত্যেক আসনে আমরা নির্বাচন করছি। যে বিরোধী দল সরকারি দলের প্রতীক নৌকা নিয়ে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেন দরবার করে, আওয়ামী লীগের সঙ্গে দেন দরবার করে ২৫-২৬ আসনে নির্বাচন করছে, এদেরকে কি বিরোধী দল বলা যাবে? এদেরকে মানুষ বলে গৃহপালিত বিরোধী দল। রাজনীতির মধ্যে এমন গৃহপালিত বিরোধী দলের জন্ম হয়েছে।’ 

জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘যে বিরোধী দল গত ৩০ বছরে স্বাবালক হতে পারেনি, যারা এখনো প্রাপ্তবয়স্ক হতে পারেনি, যাদের বাচ্চাদের মতো ফিডার খাইয়ে বিরোধী দল বানাতে হয়, এরা কি কোনো বিরোধী দল? এটা কোনো বিরোধী দল না। ফিডার দিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন দলগুলো বিরোধী দল বানাতে পারেননি। যাদের এখনো পর্যন্ত স্বাবালক করতে পারেননি, তাদের আগামী ৩০ বছরেও স্বাবালক হওয়ার সম্ভাবনা নেই। তার মানে সরকার এমন একটি নির্বাচন করছে, যে নির্বাচনে তারা আগে থেকে ঠিক করে ফেলেছে বিরোধী শিবিরে কারা বসবে।’ 

তিনি আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) আজকে সব বিরোধী দলকে বাইরে রেখে এমন একটি নির্বাচনী মাঠে প্রতিযোগিতা করছে, যেই মাঠে কোনো প্রতিযোগী নেই। বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে আওয়ামী লীগ আজকে আর কোনো গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল নাই। আওয়ামী লীগ পুরোপুরি একটি সন্ত্রাসী, ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে।’ 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *