খেলার খবর

সতর্ক প্রোটিয়ারা, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে নিজেদের ষষ্ট ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে হারের বৃত্তে আবদ্ধ পাকিস্তান। প্রোটিয়াদের জন্য ম্যাচটা সেমিফাইনালের টিকিট কাটার হলেও পাকিস্তানের জন্য রেসে টিকে থাকার। আর সেটি করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বাবর আজমের দল। বিধ্বংসী প্রোটিয়াদেরকেই মরণকামড় বসিয়ে টুর্নামেন্টে জয়ের ধারায় ফিরতে চায় তারা। বিপরীতে সাবধান থেকেই আসরের পঞ্চম জয় নিশ্চিত করতে চায় টেম্বা বাভুমার দল।

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষদের গুড়িয়ে দিচ্ছে দলটি। ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়েই শাসন করছে দলটির টপ অর্ডার। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখতে এরইমধ্যে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন কুইন্টন ডি কক। তাছাড়া হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার ও এইডেন মার্করামরা নিয়মিতই রান পাচ্ছেন। সব মিলিয়ে বোলাররাও আছেন দারুণ ছন্দে। মার্কো জেনসেন, কাগিসো রাবাদারা রয়েছেন ফর্মের তুঙ্গে। তবে তাদের কাজটা সহজ করে দিচ্ছেন মূলত ব্যাটাররাই।

পাকিস্তান এদিক দিয়ে অবশ্য প্রোটিয়াদের চেয়ে ঢের পিছিয়ে। সবশেষ তিন ম্যাচেই হেরেছে দলটি। আফগানদের বিপক্ষে হারের পর থেকেই সমালোচিত হতে হচ্ছে পাকিস্তানকে। প্রশ্ন উঠেছে বাবর আজমের নেতৃত্ব নিয়েও। সে সবের মোক্ষম জবাব হতে পারে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল প্রোটিয়াদের হারানো। সেই কাজটিই আজ করতে চায় দলটি।

তবে সেটি করতে হলে চেন্নাইয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পাকিস্তানের স্পিনারদের। আর এখানটাতেই যত সমস্যা পাকিস্তানের। টুর্নামেন্ট জুড়েই নির্বিষ দলটির স্পিনাররা। শাদাব খান, নাওয়াজ ও উসামা মীররা রাখতে পারছেন না কার্যকর ভূমিকা। তাই প্রোটিয়া চ্যালেঞ্জ জিততে তাদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাদের।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *