‘সালার’ নিয়ে শাহরুখের পিআর টিমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ
ডেস্ক রিপোর্ট: ‘সালার’ মুক্তির দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স (সাবেক টুইটার)’-এর ট্রেন্ডে ছিল ‘#সালারফ্লপশো’। এতে ব্যাপক ক্ষুব্ধ প্রভাসের ভক্তরা। এধরনের নেতিবাচক প্রচারণার দায় তারা চাপাচ্ছেন শাহরুখের পিআরটিমের ওপরে!
‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির পরে বক্স অফিসে সুবিধা করতে পারেননি প্রভাস। তবে ভিন্ন চিত্র ‘সালার’-এর ক্ষেত্রে। শাহরুখের ‘ডানকি’র একদিন পরে মুক্তি পেয়েও ভারতব্যাপী ছবিটি প্রথম দিন আয় করেছে ৯৫ কোটি রুপি। কিন্তু শুক্রবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#সালারফ্লপশো’ ট্রেন্ড ছড়িয়ে পড়ে। বিষয়টি ষড়যন্ত্র বলে মনে করছেন প্রভাস ভক্তরা।
এক প্রভাস ভক্ত লিখেছেন, ‘সালার ব্লকবাস্টার। প্রথম দিনেই ডানকির দুই দিনের চেয়ে বেশি আয় করেছে।’ আরেকজন লিখেছেন, ‘শাহরুখের পিআর টিম এখন সালারকে ফ্লপ বলার কাজে অ্যাকটিভ। খুবই বাজে বিষয়। তিনি বলিউডের ভাবমূর্তি নষ্ট করছেন।’
তবে প্রভাসের অনেক ভক্ত হতাশ হয়েছেন সিনেমাটি দেখে। একজনের মত, ‘বড় পর্দায় দেখতে ভালো লাগেনি। প্রভাস এবং প্রশান্ত নীলের কাজে হতাশ হয়েছি।’ আরেকজন লিখেছেন, ‘জীবনের তিনটা ঘণ্টা নষ্ট করলাম। এত ভায়োলেন্সের অর্থ কী!’
‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখ খান ও তাপসী পান্নু ও ‘সালার’ সিনেমায় প্রভাস
‘সালার’ এর গল্প দুই বন্ধুর পরস্পরের শত্রুতে পরিণত হওয়া নিয়ে। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স আর চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি রয়েছে। প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ প্রভাস ছাড়াও আরো রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।
অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।
তথ্যসূত্র : কইমই
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।