জয়পুরহাট-২ আসন, স্বতন্ত্র প্রার্থী অবসর চৌধুরীকে মারধরের অভিযোগ
জয়পুরহাট-২ (আক্কেলপুর-ক্ষেতলাল-কালাই) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীকে মারধর করা হয়েছে। ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ওরফে বুলুর নেতৃত্বে তাঁর ওপর হামলা করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। তবে সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেতলাল পৌর শহরের ইটাখোলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাম মাহফুজ চৌধুরী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন।
সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা ইটাখোলা বাজারে নৌকার নির্বাচনী ক্যাম্পে বসে ছিলেন। তখন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে থাকা ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার নৌকার এক কর্মীকে কটূক্তি করেন। এ ঘটনার প্রতিবাদ জানালে তাঁরা লোকজন নিয়ে নৌকার কর্মীদের মারপিট করেন। এ ঘটনায় নৌকার দুজন কর্মী আহত হয়েছেন। তাঁদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কটূক্তির জেরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : প্রথম আলো