কিউইদের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়
ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টিতে নিজেদের সেরা সময় পার করছে বাংলাদেশ। চলতি বছরে আট ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা। তারই ধারাবাহিকতায় কিউই সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের শুরুটাও দারুণ করেছে নাজমুল হোসেন শান্তর দল। দলীয় ১ রানের মাথায় তিন কিউই ব্যাটারকে সাজঘরের পথ দেখালেন শেখ মাহেদি ও শরিফুল ইসলাম।
শুরুতে স্পিন অ্যাটাকে সাহসী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক শান্ত। তবে তাকে হতাশ করেননি শেখ মাহেদি। ইনিংসের চতুর্থ বলেই তুলে নেন উইকেট। বোল্ড হয়ে রানের খাতা না খুলেই ফেরেন উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট।
পরের ওভারেই জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরিফুলের করা অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করেন আরেক ওপেনার ফিন অ্যালেন। সেটি তালুবন্দি করতে কোনো ধরণের ভুল করলেন না এক বছর পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার। পরের বলেই গ্লেন ফিলিপসকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরিফুল। প্রথমে আম্পায়ার সাড়া না দিলেও ডিআরএসে আসে আউটের সিদ্ধান্ত।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। একাদশে তিন পেসার নিয়ে মাঠে নামবে তারা। শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ছাড়াও থাকছেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ:
রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, জেমস নিশাম, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।