যুদ্ধবিরতির শর্তে মুক্ত করা হবে বন্দীদের: হামাস
ডেস্ক রিপোর্ট: চলমান ইসরায়েল-হামাস সংঘাতের যুদ্ধবিরতির ঘোষণা না আসা পর্যন্ত বন্দী ইসরায়েলিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শাসনকারী দল হামাস।
শুক্রবার (২৭ অক্টোবর) হামাসের একজন কর্মকর্তা তাদের অফিসিয়াল বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা শুরু করে হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। ২০০ এরও অধিক বেসামরিকদের বন্দী করেছিল হামাস যাদের অনেকে এখনও বন্দী আছেন।
হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত ২১ তম দিন আজ। এখন পর্যন্ত গাজা অঞ্চলে ইসরায়েলের হামলায় ৭ হাজার ২৮ জন গাজাবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাড়ে ১৮ হাজার।
মানবিকভাবে বিপর্যস্ত গাজায় ইসরায়েলের অনবরত হামলায় প্রাণ হারানোদের অধিকাংশই বেসামরিক। ইসরায়েল যতক্ষণ এই হামলা বন্ধ না করবে বন্দীদের মুক্তি দিবে না বলে হামাস জানিয়েছে। তবে ইতিমধ্যেই মানবিক সাহায্য পৌঁছানোর জন্য যুদ্ধবিরতির আহ্বান করেছে ইউরোপীয়ান ইউনিয়ন।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।