আন্তর্জাতিক

নিউ ইয়র্ক ফ্যাশন উইকে ‘রাই কুটর’ নিয়ে রাইসা, শো স্টপার সারাহ

ডেস্ক রিপোর্ট: তাবৎ দুনিয়ার ফ্যাশন ডিজাইনার এবং মডেলদের স্বপ্নের জায়গা ‘নিউ ইয়র্ক ফ্যাশন উইক’। তবে সেই স্বপ্নের কাছে পৌঁছাতে পারেন গুটি কয়েক মানুষ। বাকীরা আজীবন কঠোর পরিশ্রম করলেও অধরাই থেকে যায় ফ্যাশনের এই মহাযজ্ঞে পৌঁছানোর স্বপ্ন।

অথচ মাত্র তিন বছরের ফ্যাশন ডিজাইন ক্যারিয়ারে সেই আকাঙ্খিত স্বপ্ন সত্য করতে চলেছেন বাংলাদেশের মতো পিছিয়ে থাকা দেশের তরুণ মেধাবী ফ্যাশন ডিজাইনার রাইসা রফিক। তিনি মাত্র তিন বছর আগে ‘রাই কুটর বাংলাদেশ’ নামে নিজের অনলাইন ফ্যাশন ব্র্যান্ড চালু করেন। সেই ব্র্যান্ডের পোশাকই এবার প্রদর্শিত হবে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে।

ডিজাইনার রাইসা রফিক বার্তা২৪.কমকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, ‘এই প্রাপ্তির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নিউ ইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব।’

রাইসা রফিক /  ছবি : ফেসবুক

তিনি জানান, নিউ ইয়র্ক ফ্যাশন উইকের সামার সিজনে থাকছে রাইসার কালেকশন। একটি নয়, দু দুটি কালেকশন নিয়ে সেখানে হাজির হবেন এই মেধাবী ডিজাইনার। রাইসার একটি কালেকশনের নাম ‘ইচ্ছা’। আরেকটির নাম ‘গেইজ’।

তিনি বলেন, ‘সাউন্ড পেসের উমার চৌধুরীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আমার এই স্বপ্নযাত্রার সারথি। যেহেতু নিউ ইয়র্ক ফ্যাশন উইক বিশ্বের অন্যতম সম্মানজনক ফ্যাশন ইভেন্ট, তাই এমন আন্তর্জাতিক মঞ্চে আমি নিজের দেশের পোশাক প্রদর্শণ করার সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চাই না। তাই ‘ইচ্ছা’ কালেকশনটি করেছি। এটি মূলত নিউ ইয়র্কের বাংলাদেশি বা বাঙালি দর্শকের কথা চিন্তা করে। বিভিন্ন ধরনের শাড়ি, সালোয়ার কামিজসহ বাংলাদেশি পোশাক শো করব। আর গেইজ কালেকশনটি আন্তর্জাতিক অডিয়েন্সের জন্য। ডিজাইনার হিসেবে আমার সবচেয়ে উৎকর্ষতা হলো ইভিনিং পোশাক ডিজাইন করা। গেইজ কালেকশনে আমার ইভিনিং কালেকশন এবং ব্রাইডাল কুটর থাকবে। আমি খুব এক্সাইটেড যে এমন বড় মঞ্চে আমার দেশের জামদানি, সিল্ক, কটন, তাতসহ নানা ধরনের ফেব্রিক তুলে ধরতে পারব বলে।’

রাইসা রফিক ও সারাহ আলম  /  ছবি : বার্তা২৪.কম

নিউ ইয়র্ক ফ্যাশন শোতে অংশ নিতে শুধু রাইসা একাই যাচ্ছেন না। তিনি নিজের শো স্টপারের একজনকে দেশ থেকেই নিয়ে যাচ্ছেন। তিনি হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারাহ আলম। যিনি এরইমধ্যে বেশকিছু বিজ্ঞাপনচিত্র ও অমিতাভ রেজার ওয়েব ফিল্ম ‘বোধ’-এ কাজ করে দর্শকের নজর কেড়েছেন।

সারাহ আলম বার্তা২৪.কমকে বলেন, ‘প্রতিটি মডেলের মতো আমিও স্বপ্ন দেখতাম নিউ ইয়র্ক ফ্যাশন উইকের মতো প্ল্যাটফর্মে নিজেকে দেখতে। কিন্তু এতো অল্প সময়ে এবং এমন হুট করে সেই সুযোগটি আমার কাছে চলে আসবে এটি স্বপ্নেও ভাবিনি। ফলে এই কাজটির জন্য আমার এক্সাইটমেন্ট কোন শব্দ নিয়ে বোঝাতে পারব না। আমি শুধু এটুকু বলতে চাই, এমনভাবে সেখানে নিজেকে প্রেজেন্ট করব যাতে আমার দেশের সুনাম হয়। এজন্য আমি অনেক ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে যেতে চাই।’

সারাহ আলম /  ছবি : ফেসবুক

সারাহ আরও বলেন, ‘আমি বরাবরই রাইসার ব্র্যান্ড রাই-এর ডিজাইন পছন্দ করি। সে খুব আলাদা ও কমফোর্টেবল পোশাক ডিজাইন করে। আমি রাইসার কাছে কৃতজ্ঞ যে আমাকে শো স্টপার হিসেবে বিবেচনা করেছে।’

সারাহ আলমকে নিয়ে রাইসা বলেন, ‘আমার চোখে সারাহ এ দেশের অন্যতম সেরা মডেল। যদিও তিনি কাজ কম করেন। আমার শোতে তাকে স্টপার করার অন্যতম কারণ হলো, তার চেহারায় একেবারেই বাঙালিয়ানা আছে। যেটা আমার কালেকশনের জন্য খুব দরকার। আশা করছি আমরা একসঙ্গে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আসতে পারব।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *