সারাদেশ

রাজধানীতে মাদক বিরোধী অভিযান, একদিনে গ্রেফতার ২৮

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালের জনসমাবেশে বক্তব্য রাখবেন। বঙ্গবন্ধু উদ্যানে জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরির পাশাপাশি সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

সমাবেশ উপলক্ষে সকাল থেকে বরিশাল নগরীসহ বিভাগের ৬ জেলার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রং-বেরংয়ের টি-শার্ট ক্যাপ পরিহিত ও ব্যান্ড-বাজনা সহ তালে তালে মিছিল সহকারে সমাবেশে অংশ নিতে বঙ্গবন্ধু উদ্যানমুখী হতে শুরু করেছে।

অন্যদিকে সমাবেশ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে বড় বড় যানবাহন থেকে শুরু করে সকল ধরনের ক্ষুদ্র যানবাহন, অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। 

নগরীর বিভিন্ন স্থানের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় জেলার বিভিন্ন জায়গায় থেকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালমুখী রোগীরা ট্রাফিক পুলিশের বাধার মুখে পড়ে তাদেরকে বিভিন্ন পথ ঘুরে যেতে বলা হচ্ছে। 

সমাবেশ সফল করার বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, ‘আমাদের মাঠ প্রস্তুত, জনসভায় ব্যাপক সমাগম হবে। আমরা ১০ লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি, আশা করি তার থেকেও অধিক লোকের জনসমাগম বরিশাল শহরে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা আপাসহ জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত থাকবেন।’ 

বলরাম পোদ্দার বলেন, ‘আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই দক্ষিণাঞ্চলে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার জন্য সবার কাছে উদাত্ত আহ্বান জানাবেন।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর কমিটির সমন্বয়ক বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। দক্ষিণাঞ্চলের উন্নয়নের কারণেই সর্বস্তরের জনগণ এ জনসভায় আসবেন এবং জনসভাকে সাফল্যমন্ডিত করবেন বলে আমি মনে করি।’ 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল বিভাগের মানুষের জন্য বঙ্গবন্ধুকন্যার আগমন আশীর্বাদ স্বরূপ। এ অঞ্চলের মানুষের জন্য তিনি যা করেছেন, অতীতের কোনো সরকার তা করেনি।’ 

তিনি বলেন, ‘পদ্মা সেতু, পায়রা বন্দর, তাপবিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ এখানে কি না হয়েছে। একটা ছোট শিশু প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল তার জন্য পায়রা নদীতে সেতু হচ্ছে। শেখ হাসিনা বরিশালের সর্বকালের সর্ববৃহৎ তার নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।’ 

জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ৫ বছর পর বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দলীয় নেতাকর্মী ছাড়াও উজ্জীবিত সাধারণ মানুষও। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *