কথা দিচ্ছি আপনাদের নিরাশ করব না: সাকিব
ডেস্ক রিপোর্ট: মাগুরা-১ আসন থেকে: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকার জয়ে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নের ছুটে বেড়াচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনুষ্ঠানে যোগ দিতেই ফুলের বৃষ্টিতে সিক্ত হচ্ছেন সাকিব। পাচ্ছেন নানা উপহার, ভক্তদের ছবি তোলার ইচ্ছা পূরণের পাশাপাশি নিজের সাক্ষর করা বল ও উপহার দিচ্ছেন দেশের পোস্টার বয়।
শনিবার (৩০ ডিসেম্বর) মাগুরা সদর উপজেলার মগী ইউনিয়ন পরিষদ মাঠে একটি জনসভায় যোগ দেন সাকিব। সেখানে সাকিবকে ফুটবল উপহার দেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক ক্যাপটেন কায়সার হামিদ। এর আগে সেখানে যোগ দিতেই ফুলের বৃষ্টিতে সাকিবকে বরণ করে নেয় জেলা ছাত্রলীগ।
জনসভায় ভক্তদে বল উপহার দেন সাকিব
জনসভায় বক্তব্যকালে সাকিব বলেন, আমি বেশি বক্তব্য দিতে পারি না। আগামী ৭ তারিখ সবাই আমাকে ভোট দিবেন, আমি আপনাদের কাছে আমি ভোট চাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না। আমিও কথা দিচ্ছি নির্বাচনে জিতলে আপনাদের নিরাশ করব না। আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই।
ছবি: বার্তা২৪.কম
বক্তব্য শেষে সাকিব নিজের সাক্ষর করা ৫টি ক্রিকেট বল ছুড়ে দেন ভক্তদের উদ্দেশ্যে৷
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।