বিনোদন

নতুন বছরের কাছে সেরা চার তারকার প্রত্যাশা

ডেস্ক রিপোর্টঃ রাত পোহালেই নতুন বছর। নতুন বছরে নতুন স্বপ্ন পূরণের পথে হাটবেন সবাই। শোবিজ অঙ্গনের তারকাও তার বাইরে নন। নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা, কীভাবে কাটানোর ইচ্ছা বছরটা- তা জানার ব্যাপারে আগ্রহ রয়েছে ভক্তদের। প্রখ্যাত চার তারকার নতুন বছরের পরিকল্পনা নিয়ে এই আয়োজন

কাজের পাশাপাশি সন্তানদের সময় দেবেন শাকিব খান

শাকিব খান

এ বছরের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’ শাকিব খানকে দিয়েছে বিপুল আনন্দ। দর্শকদের কাছ থেকে তিনি কুড়িয়েছেন অনেক ভালোবাসা। এরই মধ্যে তিনি হাতে নিয়েছেন ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ নামের তিনটি নতুন সিনেমা। ভারত সফরের মধ্য দিয়ে বছরটি শেষ করতে যাচ্ছেন শাকিব খান।
২০২৪ সালের জন্য নতুন সিনেমাগুলোর শুটিং শিডিউল পুরোপুরি প্রস্তুত শাকিবের। এ ছাড়া দেশ ও বিদেশে নতুন কিছু কাজ নিয়ে কথাবার্তা চলছে তার। নতুন বছরের রেজুলেশন জানতে চাইলে শাকিব খানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তারকার জীবনে এ বছর নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। বড় সব কাজ নিয়ে রোমাঞ্চিত এই তারকা। ভারতের আসাম থেকে শাকিব খান বলেন, ‘ভক্ত-অনুরাগীরা ভাবতেও পারবে না এ রকম নতুন কিছু কাজের চিন্তা-ভাবনা চলছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি।’
এ ছাড়া নতুন বছরের পরিকল্পনায় গুরুত্বসহকারে রয়েছে সন্তানদের সময় দেওয়া। সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেবেন বলে ঠিক করেছেন ঢালিউড তারকা শাকিব খান।

মানবিক পৃথিবীর প্রত্যাশা জয়া আহসানের

জয়া আহসান

দুই বাংলার প্রখ্যাত তারকা জয়া আহসান বলেন, ‘সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরকে স্বাগত জানাবার মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করতে চাই একসঙ্গে। কিন্তু আমাদের এই আনন্দ অন্য কারও যেন মৃত্যুর কারণ হয়ে না দাঁড়ায়। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা অনেকেই আতশবাজি বা পটকা ফুটাই, এটা দয়া করে করবেন না।

গত বছর এই আতশবাজির শব্দে শিশু ওমায়ের ভয়ে কাঁপতে কাঁপতে মারা যায়। রাতের বেলায় গাছে ঘুমিয়ে থাকা পাখি বিকট শব্দে হার্ট অ্যাটাকে মারা যায়। ঘুমানো পথকুকুর বা বিড়াল এমনকি আশপাশের অনেক বণ্য প্রাণী প্রচণ্ড ভয়ে ছোটাছুটি করে, আবার অনেকে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন তারা কষ্ট পান। মনে রাখবেন পৃথিবী, সমাজ কোনোটাই মানুষের একার নয়। যারা থার্টি ফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুস উড়ানোর প্রস্তুতি নিচ্ছেন আমি তাদেরকে বলছি, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনি নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।

সবাইকে নতুন বছরের আবারও অনেক শুভেচ্ছা। উইশ ইউ অল ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক সবার। সবাই অনেক ভালো থাকুন এবং প্রাণ প্রকৃতির কথাও একটু ভাবুন।’

মনের মতো কাজ করতে চান কনা

দিলশাদ নাহার কনা 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী দিলশাদ নাহার কনা নতুন বছরের ভাবনা শেয়ার করতে গিয়ে বলেন, ‘আমার কাছে নতুন বছর মানে আরেকটা দিন। এই বছরটা দেখতে দেখতেই চলে গেল। মনে হচ্ছে কবে বছর শুরু হলো আবার শেষও হয়ে গেল। আমি এই কাজ করব, ওই কাজ করব না বিষয়টি এমন বলতে চাই না। আমি আসলে মনের মতো কাজ করতে চাই। আজ খুলনাতে আমার শো আছে। থার্টি ফার্স্ট নাইটে কোনো কাজ রাখিনি। পরিবারের সবার সঙ্গে নতুন বছর শুরু করব।

আমি যেহেতু গানের মানুষ তাই গান দিয়েই শুরু করব নতুন বছর । বছরের প্রথম দিন একটা সিনেমার গান ও দুটি সিঙ্গেল গানের রেকর্ডিং করব। আমি আসলে পরিকল্পনা নিয়ে কাজ করি না। কারণ পরিকল্পনা করে কিছু হয় না। এমন কিছু কাজ করতে চাই যে কাজের মাধ্যমে বছর শেষে আমার ঝুলিতে যেন উল্লেখযোগ্য কিছু কাজ জমা থাকে। এ বছরটা আমার অনেক ভালো কেটেছে। সারা বছরই গান নিয়ে ব্যস্ত সময় পার করেছি।

আমার ভক্ত ও দর্শকরা আমাকে বছরজুড়ে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। তাদের কারণেই আমার পরিশ্রম সার্থক হয়েছে, আমি এত দূর আসতে পেরেছি। মঞ্চে উঠলেই আমার প্রতি দর্শক শ্রোতাদের ভালোবাসার যে চিৎকার, এই চিৎকার যেন আমার প্রতি অব্যাহত থাকে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার মঙ্গলময় হোক।’

নতুন বছরটাও অনেক ভালো যাবে : ইমরান

ইমরান মাহমুদুল

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘কক্সবাজারে একটি শোর মাধ্যমে আমার নতুন বছর শুরু হবে। এই বছরটা আমার অনেক ভালো কেটেছে। সংসার জীবনও শুরু করেছি। সবার দোয়ায় ভালো আছি। এ ছাড়া আমার গাওয়া সিনেমার দুটি গান ‘মেঘের নৌকা’ ও ‘সুরমা সুরমা’ জনপ্রিয় হয়েছে। ভক্তদের কাছে গানের জন্য অনেক বেশি সাড়া পেয়েছি। আমার গানের নিজস্ব ফ্যানবেইজ আছে। তারা সব সময় আমার পাশে থেকেছে। নতুন বছরে হাবীব ভাই ও আমার ‘বোকামন’ গানটি প্রকাশিত হবে। ফুয়াদ ভাইয়ের মিউজিকেও একটি গান প্রকাশিত হবে। এ ছাড়া কিছু সিনেমার গান এবং আমার সিঙ্গেল বেশকিছু গান প্রকাশ পাবে। আমার বিশ্বাস নতুন বছরটা আমার জন্য স্পেশাল কিছু হবে।
আমার ফ্যানবেইজের বাইরেও নতুন বছরে আমি অন্যদের মনের মতো গান উপহার দেওয়ার ইচ্ছে আছে। গানে গানে এ বছরের মতোই নতুন বছরটাও আমার অনেক ভালো যাবে বলে বিশ্বাস করি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার কাছে একটাই প্রত্যাশা, যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আগামীতেও ভালোবাসার এই ধারা অব্যাহত থাকবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *