আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ৪ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট: অধিকৃত পশ্চিমতীরে মঙ্গলবার (২ জানুয়ারি) অভিযানের সময় ইসরায়েলি সেনারা চার ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এনডিটিভি জানিয়েছে, নিহত চার জনকে সন্ত্রাসী হিসাবে বর্ণনা করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজুন শহরে দখলদারদের গুলিতে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন।’

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ‘ইসরায়েলি সেনারা শহরে হামলা চালালে সংঘর্ষ শুরু হলে ওই ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়।’

ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘অভিযানের সময় ইসরায়েলি সেনারা বাসিন্দাদের লক্ষ্য করে গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছুড়েছে।’

ওয়াফা জানিয়েছে, ‘ইসরায়েলি সেনারা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়েছে এবং বেশ কয়েকটি দোকান থেকে নজরদারির ফুটেজ নিয়েছে।’

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, যোদ্ধারা তাদের দিকে গুলি করার পরে এবং বিস্ফোরক নিক্ষেপ করার পর সেনারা তাদের পাল্টা গুলি চালায়।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গুলি বিনিময় শেষে তারা চার সন্ত্রাসীকে হত্যা করেছে এবং তাদের কাছ থেকে তিনটি স্থানীয়ভাবে তৈরি সাবমেশিন গান উদ্ধার করা হয়েছে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।’ এদিকে, ইসরায়েলি বাহিনী পশ্চিমতীরে সাত জনকে গ্রেপ্তার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ২,৫৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিমতীর ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েলি সামরিক দখলে রয়েছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে উত্তেজনা বেড়েছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *