খেলার খবর

৮৩ দিনেই চাকরি হারালেন রুনি

ডেস্ক রিপোর্ট: একের পর এক হারে কাবু দল। যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন বার্মিংহ্যাম সিটি টেবিলের ছয় নম্বরে ছিল, এখন ২০ নম্বরে। ১৫ ম্যাচের ব্যবধানে দলের এমন দুরবস্থায় কিছু একটা করতেই হতো ক্লাব কর্তৃপক্ষকে। অবশেষে কঠিন সিদ্ধান্তটাই নিলেন তারা। ছাঁটাই করলেন কোচ ওয়েইন রুনিকে।

মঙ্গলবার (২ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে রুনিকে ছাঁটাইয়ের খবর জানায় ইংলিশ ফুটবল দ্বিতীয় বিভাগ বা ইএফএল চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহ্যাম সিটি। এই সিদ্ধান্তের কারণ জানিয়ে বিবৃতিতে তারা লিখেছে, ‘দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে রুনির সময়টা পরিকল্পনামাফিক যায়নি। তাই আমাদের এখন ভিন্ন কিছু ভাবতে হচ্ছে।’

গত ১১ অক্টোবর রুনিকে সাড়ে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল সিটি। এরপর রুনির অধীনে ১৫ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র দুটিতে। সবশেষ সোমবার তারা ৩-০ গোলে হারে লিডস ইউনাইটেডের বিপক্ষে।

২০২০ সালে ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টির দায়িত্ব নেয়ার মাধ্যমে কোচিং ক্যারিয়ার শুরু হয় ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রুনির। সেখানে বছর দেড়েক কাজ করার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ডিসি ইউনাইটেডের কোচ হিসেবে কাজ করেন তিনি। গত অক্টোবরে ডিসির কোচের পদ ছাড়ার তিন দিন পরই বার্মিংহ্যাম সিটির দায়িত্ব নেন তিনি। কিন্তু এখানে তার শেষটা সুখকর হলো না।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *