উচ্চ-পর্যায়ের মার্কিন-চীন কূটনীতিকদের বৈঠকের পর বাইডেন-শি বৈঠক!
ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউসে চীনের শীর্ষ কূটনীতিকদের সফরের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
শনিবার (২৮ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানা যায়, নভেম্বরে সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) শীর্ষ সম্মেলনে দুই নেতা মিলিত হওয়ার সম্ভবনা রয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের অনুষ্ঠিত বৈঠকে বাইডেন-শি সাক্ষাতের বিষয়ে আলোচনা হয়েছে। তবে হোয়াইট হাউস বাইডেন-শি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।
গত বছর বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পর থেকে শি-বাইডেন আর দেখা করেননি।
ওয়াশিংটন ডিসিতে ওয়াং এর তিন দিনের সফরের অংশ হিসাবে সুলিভানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেন।
বেইজিং-এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের বিষয়টি নিশ্চিত না করলেও দুই দেশের প্রায়শই উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানায়।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।