খেলার খবর

প্রথম পাওয়ারপ্লে শেষেও চালকের অবস্থানে সাকিবরা

ডেস্ক রিপোর্ট: কলকাতার ইডেন গার্ডেনসে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমে সাকিবরা। জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সেটিই ছিল আসরে এখন পর্যন্ত সাকিবদের একমাত্র জয়। পরপর চার ম্যাচ হেরে সেমির পথ আগেই কঠিন করে তুলেছে তারা। অনিবার্য এই জয়ের দিনে শুরুটা বেশ ভালোই করেছে মিরাজ-লিটনরা। দলীয় ৪ রানের মাথায় দুই ডাচ ওপেনারকে ফিরিয়েছে দলটি। তবে শুরুর সেই চাপ সামলে দেখেশুনে এগোচ্ছে ডাচরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৭ রান করেছে তারা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুর ওভার বেশ দেখেশুনেই খেলেন দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড ও বিক্রমজিৎ সিং। তবে বিপত্তি আসে পরের ওভারেই।

টুর্নামেন্টে অফ-ফর্মে থাকায় নিজেদের সবশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন না তাসকিন। দুই ম্যাচ ফিরে পেলেন একাদশের জায়গা। এবং নিজের প্রথম ওভারেই দেখালেন চমক। ফেরান বাঁহাতি ব্যাটার বিক্রমজিৎকে (০)। পরের ওভারেই আরেক ওপেনার ও’ডাউডকে খালি হাতে ফেরান শরিফুল। ওয়েসলি বারেসিকে নিয়ে শুরুর সেই ধাক্কা সামলে রানের চাকা সচল রেখে এগোচ্ছেন কলিন অ্যাকারম্যান।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *