বিনোদন

অভিনয়ে দর্শক মাতিয়েছেন মা, এবার পালা পুত্রের

ডেস্ক রিপোর্টঃ জাদরেল অভিনেত্রী হিসেবে পরিচিত মনিরা মিঠু। দুই দশক ধরে টিভি নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে সুনিপুণ অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শক হৃদয়। এবার সেই অভিনেত্রীর কনিষ্ঠ পুত্র আসছেন অভিনয়ে।

একেবারে বড়পর্দা দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন তার ছেলে গল্প। ছবির নাম ‘চারুলতা’। প্রথম সিনেমা ‘ইতি চিত্রা’ নির্মাণের পর প্রশংসা কুড়নো নির্মাতা রাইসুল ইসলাম অনিক দ্বিতীয় ছবিতে হাত দিয়েছেন। সেই ছবিতেই তিনি নবাগত গল্পকে সুযোগ করে দিয়েছেন। চলতি মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে এই সিনেমার শুটিং।

ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন মোহাইমিন ইসলাম গল্প। আরও রয়েছেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন প্রমুখ।

মনিরা মিঠুর পুত্র গল্প /  ছবি : ফেসবুক

নির্মাতা অনিক বলেন, ‘নিউমার্কেট এলাকার ঘটনাগুলোই গল্পে উঠে আসবে। তাদের জীবনসংগ্রামটাই এই সিনেমার উপজীব্য। তাই নিউমার্কেট এলাকায় হবে শুটিং। সিনেমার নাম যেহেতু চারুলতা, তাই তাকে ঘিরেই এগোবে গল্প। ১৫ তারিখের পর থেকে ক্যামেরা ওপেন করার ইচ্ছা আছে।’

এদিকে পুত্রের বড়পর্দার অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘গল্পকে আমার স্বপ্নের জায়গায় মেলতে দখব এটা ভেবেই মনটা আনন্দে ভরে যাচ্ছে। আমি চাই সে অভিনয় নিয়ে অনেক দূরে যাক।’

গল্প কি ছোটবেলা থেকেই অভিনয় করতে চাইতো? জানতে চাইলে মনিরা মিঠু বলেন, ‘একদমই না। বরং সে এই জায়গাটা থেকে সচেতনভাবেই দূরে থাকত। কখনো অভিনয়ের প্রসঙ্গ এলে বলত, আমার মায়ের এতো সুনাম অভিনয় নিয়ে। আমি অভিনয়ে গিয়ে যদি ভালো না করতে পারি তাহলে সেই সুনাম ক্ষুন্ন হবে, যা আমি চাই না।’

মনিরা মিঠু /  ছবি : ফেসবুক

অভিনেত্রী আরও বলেন, ‘আমিই চাইতাম ও অভিনয়ে আসুক। কারণ, ও যখন আমাকে শুটিং স্পটে নামিয়ে দিতে যেত তখন অনেক পরিচালক, শিল্পী কলাকুশলিরা বলতেন, মিঠু আপা তোমার এতো সুন্দর হিরোর মতো ছেলেকে কেন লুকিয়ে রেখেছ? ও দেখতে ভালো, লম্বা, ঘন-কালো চুল, ওকে আমাদের কাছে দিয়ে দাও। তাই আমি তাকে প্রায়ই বলতাম, অভিনয় করতে হবে না। অন্তত কিছু লুক টেস্ট তো দিতে পার। কনফিডেন্স বাড়বে। সেভাবেই এই সিনেমার লুক টেস্ট দেয় সে। এরপর পরিচালক অনিকের সঙ্গে কথা বলে তার এতো ভালো লাগে যে সে কাজটি করতে খুব আগ্রহী হয়ে ওঠে। পরিচালক অনিকের প্রতি আমি কৃতজ্ঞ।’

গল্প এখন আইইউবিতে বিবিএ শেষের দিকে অধ্যায়নরত। মনিরা মিঠু চান, তার ছেলে ভালো চাকরীর পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাবে।

মনিরা মিঠুর পুত্র গল্প /  ছবি : ফেসবুক

প্রসঙ্গত, মনিরা মিঠুর দুই ছেলে। বড় ছেলে উপন্যাস শোবিজের বাইরে ক্যারিয়ার গড়েছে। তারও নাকি অভিনয়ের প্রস্তাব আসছে!

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *