সারাদেশ

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ডেস্ক রিপোর্ট: মেহেরপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের ওপর থেকে এগুলো উদ্ধার করা হয়।

হেমায়েতপুর বাজারের ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে জানতে পারি সড়কে বোমাসদৃশ্য চারটি বস্তু পড়ে আছে। বিষয়টি অবগত করা হলে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

বোমাসদৃশ্য বস্তু উদ্ধারকারী গাংনী থানার এস আই দেবাশীষ অধিকারী জানান, কালো স্কচটেপ দিয়ে মোড়ানে বোমাসদৃশ্য চারটি বস্তু পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে।

গাজীপুরে ভোটকেন্দ্রসহ তিন প্রাথমিক বিদ্যালয়ে আগুন

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে এক রাতে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে গাজীপুর মহানগরীর দুইটি ও কালিয়াকৈর উপজেলায় একটি বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, ওই তিনটি বিদ্যালয় ভোট কেন্দ্রের জন্য প্রস্তুত ছিল।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শনিবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ভোট কেন্দ্রের আংশিক পুড়ে যায়। অপর দিকে রাত সাড়ে ৩টার দিকে ১৮ নং ওয়ার্ডে অবস্থিত টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী।

এছাড়াও একই সময়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেইট ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দরজা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভোরে স্থানীয়রা কক্ষের ভেতর ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায় এবং টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ কক্ষ পুড়ে যায়।

অন্যদিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

;

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে গ্রামপুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা

ছবি: বার্তা২৪.কম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চরআড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপালনকালে রনজিত কুমার দে (৪০) নামের এক গ্রামপুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত রনজিত কুমার দে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চরআড়কান্দির দাস পাড়ার মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।

নিহ‌তের স্ত্রী রিতা দে ব‌লেন, রাত সাতটায় সময় বা‌ড়ি থেকে ভো‌টকে‌ন্দ্রে আস‌বেন ব‌লে বের হন। শ‌নিবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় জান‌তে পা‌রেন তি‌নি খুন হ‌য়ে‌ছেন।

বা‌লিয়াকা‌ন্দি থানার অ‌ফিসার ইনচার্জ মো: আলমগীর হোস‌নে ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, আমরা বিষয়‌টি নি‌য়ে কাজ কর‌ছি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম জানান, ‘এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে। আশা করছি তারা দ্রুতই তদন্ত করে হত্যাকান্ডের আসল রহস্য উন্মোচন করবেন’।

হত্যার খবর শুনে ভোরে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম, পাংশা সার্বাকেল সুমন কুমার সাহা, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: মনিরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

;

দুদিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন

ছবি: সংগৃহীত

বেনাপোল এক্সপ্রেসসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ২২টি ট্রেনের যাত্রা দুই দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। নির্বাচনের আগের দিন ৬ জানুয়ারি এবং নির্বাচনের দিন ৭ জানুয়ারি এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

শনিবার (৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ৬ ও ৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। তবে পোস্টে ট্রেনগুলো চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

এদিকে, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

;

নাশকতা নয়, শিক্ষক-সভাপতির দ্বন্দ্বের জেরে ভোটকেন্দ্রে আগুন, গ্রেফতার ১

ছবি: বার্তা২৪.কম

ফেনীর সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ বলছে, রাজনৈতিক কোন নাশকতা নয়, বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের জেরে পিয়ন এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নিজ কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

পুলিশ সুপার বলেন, বিদ্যালয়ের অডিট সংক্রান্ত বিষয় এবং প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে স্কুলে যোগদান করানোর বিষয় নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের জেরে স্কুলের গুরুত্বপূর্ণ কাগজে আগুন লাগিয়ে নষ্ট করার জন্য গ্রেফতারকৃত আসামি এ ঘটনা ঘটিয়েছে।

তবে গ্রেফতারকৃত পিয়ন আবু বক্কর অন্য কারও ইন্ধনে কাজটি করেছে কিনা সেটি পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর ছিদ্দিক বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক লিটার পেট্রোল এনে শিক্ষক মিলনায়তনে রাখে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সে স্কুলে এসে অফিস কক্ষের বই এবং আলমারিতে পেট্রোল ছিটিয়ে রুম থেকে বের হয়ে যায়। পরে জানালার বাইরে থেকে দিয়াশলাই দিয়ে কক্ষে আগুন লাগিয়ে বাড়িতে চলে যায়।

পুলিশ সুপার আরও বলেন, বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহমান আজাদ সকালে স্কুল সংলগ্ন এলাকায় ব্যায়াম করতে এসে আগুন জ্বলতে দেখে। তখন তিনি বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিককে মোবাইল ফোনে আগুন লাগার ঘটনাটি জানায়।

তিনি বলেন, এই ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পিয়নকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (দাগনভূঞা-সোনাগাজী সার্কেল) তাসলিম হোসাইন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় উপস্থিত ছিলেন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *