অজিদের বিপক্ষে সমান তালে লড়ছে কিউইরা
ডেস্ক রিপোর্ট: ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইনিংসের শুরুটা বেশ ভালোই করেছে নিউজিল্যান্ড। ২২ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৫৪ রান।
অস্ট্রেলিয়ায় দেয়া ৩৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ আগ্রাসীভাবেই করে নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে এবং উইল ইয়াং অজি বোলারদের উপর চওড়া হয়েই খেলছিলেন। কিন্তু দলীয় ৬১ থেকে ৭২ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে তারা।
কিন্তু এরপরই দলের হাল ধরেন দুই ব্যাটার রাচীন রবীন্দ্র এবং ডেরিল মিচেল। মিচেল এখন পর্যন্ত অপরাজিত আছেন ৫১ রানে এবং রবীন্দ্র অপরাজিত আছেন ২৯ রানে।এখন পর্যন্ত অজিদের হয়ে দুইটি উইকেটই নিয়েছেন পেসার জশ হ্যাজেলউড।এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩৮৮ রানের পাহাড়সম পুঁজি পায় অস্ট্রেলিয়া। তাদের হয়ে সেঞ্চুরি করেছেন ওপেনার ট্রাভিস হেড।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।