মার্তিনেসের পর ঢাকায় আসছেন ডি মারিয়া
ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস এসেছিলেন বাংলাদেশে। এরপর ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও-ও পা রেখেছিলেন ঢাকায়। তাদের দুজনকেই বাংলাদেশে নিয়ে এসেছিলেন কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। এবার আরও এক বিশ্বজয়ীকে ঢাকায় আনার পরিকল্পনা করেছেন তিনি।
আর্জেন্টিনার বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জয়ের অন্যতম কারিগর আনহেল ডি মারিয়াকে ঢাকায় নিয়ে আসছেন শতদ্রু। জানা গেছে, আগামী মে বা জুনের দিকে ঢাকায় আসতে পারেন আর্জেন্টিনার অন্যতম সেরা ফুটবলার।
ডি মারিয়াকে ঢাকায় নিয়ে আসার ব্যাপারে শতদ্রু জানান, ‘গত বছরই ডি মারিয়ার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু বেনফিকার কাছ থেকে ছুটি না পাওয়ায় তাকে আনা যায়নি।’
তবে এবার আর মিস হচ্ছে না। কবে ডি মারিয়ার পা পড়বে ঢাকায়, নির্দিষ্টভাবে দিনক্ষণ না জানাতে পারলেও একটা ধারণা দিয়েছেন শতদ্রু, ‘এই বছর মে’র শেষ দিকে বা জুনের শুরুর দিকে ডি মারিয়া ঢাকা এবং কলকাতায় আসছে, এটা নিশ্চিত।’
গত বছর মার্তিনেস এবং রোনালদিনিও ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের নাগালের বাইরেই ছিলেন তারা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে সময় দিয়েই উড়াল দিয়েছিলেন তারা। এর ফলে সাধারণ ফুটবলপ্রেমীদের মাঝে কিছুটা ক্ষোভ কাজ করেছে।
সেজন্য ডি মারিয়াকে ঢাকায় আনার ক্ষেত্রে পরিকল্পনায় কিছুটা ভিন্নতা থাকবে বলে জানিয়েছেন শতদ্রু, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে। এবারের অনুষ্ঠান আরও সুন্দর ভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।