আন্তর্জাতিক

জাল ভোট দেওয়ার কথা স্বীকার করলেন প্রিসাইডিং অফিসার

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে আবদুল জলিল নামে এক ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাল ভোট দেওয়ার কথা স্বীকার করে সমালোচার মুখে পড়েছেন।

লালমনিরহাট-২ (আদিতমারী ও কালিগঞ্জ) আসনের কালিগঞ্জ উপজেলার ভুল্যারহাট আশরাফিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি।

স্থানীয় সাংবাদিকদের দেওয়া ওই ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা জোর জবরদস্তি করেছিল, আমরা অনুরোধ করেছি, আপনারা একরম করেন না, আমাদের পক্ষে সম্ভব না। জোর জবরদস্তি করে তারা দুই একটা ভোট বেশি দিয়েছে’।

ওই কেন্দ্রের ৩নং বুথে রোববার ভোট চলাকালীন সময় বেলা ১২টার দিকে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠে। ওই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকা বইয়ের টিক চিহ্নের সাথে ভোটার ব্যালট পেপারে ভোটারদের স্বাক্ষর করা সিরিয়ালে গরমিল পায় স্থানীয় সাংবাদিকরা। এসময় ভোটার ব্যালট পেপারের স্বাক্ষর হিসাব করে ২০৯টি পাতা পাওয়া গেলেও ভোটার তালিকা বইয়ের টিক চিহ্ন হিসাব করে পাওয়া যায় ১৭৭টি। এসময় হিসাবের বাইরে ৩২টি ভোট কিভাবে পড়েছে এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা।

এদিকে খবর পেয়ে টহল পুলিশ ওই কেন্দ্রে ছুটে এলে দ্রুত সরে যায় কেন্দ্রের আশ পাশে অবস্থান নেওয়া লোকজন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *