সারাদেশ

লোকসভা নির্বাচনে প্রার্থী সংকটে কংগ্রেস

ডেস্ক রিপোর্ট: লোকসভা নির্বাচনে প্রার্থী সংকটে কংগ্রেস

ছবি : সংগৃহীত

ভারতে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটির সব রাজনৈতিক দল। কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে শুরু হয়েছে ঘুঁটি সাজানো। কিন্তু, শুরুতেই ধাক্কা খেল কংগ্রেস।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজস্থান, ছত্তিশগড় নিয়ে চিন্তিত কংগ্রেস হাইকম্যান্ড। কারণ, এই রাজ্যগুলোতে জনপ্রিয়, অভিজ্ঞ এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতাদের লোকসভা ভোটে প্রার্থী করার চিন্তা ভাবনা করেছিল হাইকম্যান্ড।

কিন্তু, রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং ছত্তিশগড়ের সাবেক উপমুখ্যমন্ত্রী টিএস সিংদেও লোকসভা ভোটে লড়বেন না বলেই জানিয়ে দিয়েছেন। নিজেদের ব্যক্তিগত অসুবিধার কারণ জানিয়ে তারা নির্বাচনে না লড়ার কথা জানিয়েছেন।

মূলত বিজেপির হেভিওয়েট প্রাথীদের বিরুদ্ধে এই দুই রাজ্যে তাদের প্রার্থী করতে চেয়েছিলেন কংগ্রেস হাইকম্যান্ড। কিন্তু, তারা নির্বাচনে না দাঁড়ানোর কথা জানানোয় স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছেন কংগ্রেস নেতৃত্ব।

কারণ, দলের প্রবীণ এবং অভিজ্ঞ নেতারা ভোটে না দাঁড়ালে সেক্ষেত্রে প্রার্থী খোঁজার ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারে দলটি।

প্রসঙ্গত, বিজেপিও ২০২৪ সালেরেলোকসভা নির্বাচনের রণনীতি ঠিক করতে কাদের প্রার্থী করা হবে তা ইতিমধ্যেই পরিকল্পনা করেছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীকে বা রাজ্যসভার সাংসদকে এবারের ভোটে প্রার্থী করার পাশাপাশি অভিজ্ঞ নেতা যারা মূল স্রোতে বিশেষ গুরুত্ব পাননি, তাদের প্রার্থী করতে চাইছে বিজেপি।

ফলে, প্রার্থী করার ক্ষেত্রে কংগ্রেসকে ভেবেচিন্তে পা ফেলতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, লোকসভার নির্বাচনে ৫৪৩ টি আসনের মধ্যে ৩০০টি আসনে একাই প্রার্থী দিতে চাইছে কংগ্রেস। যদিও এ বিষয়ে জোট শরিকদের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

কিন্তু, নিজেদের পরিকল্পনার মধ্যেই ধাক্কা খেলো কংগ্রেস, যা ভালো দৃষ্টান্ত নয় বলেই মনে করছেন দলের নেতৃত্বের একাংশ।

এ বিষয়ে কংগ্রেসের এক সংসদের বক্তব্য, এখন দলের কঠিন সময় তাই প্রবীণ নেতারা ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছেন সেটা মোটেও ঠিক নয়। তাদের কাছে দলের কঠিন সময়ে ব্যক্তিগত সমস্যা বড় হয়ে যাচ্ছে।

বাংলাদেশের নির্বাচনে ধারাবাহিকভাবে মানদণ্ড মেনে চলা হয়নি: যুক্তরাজ্য

ফাইল ছবি

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধারাবাহিকভাবে মানদণ্ড মেনে চলা হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্য।

সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি।

বিবৃতিতে আরো বলঅ হয়, ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্যসংখ্যক নেতা–কর্মীকে গ্রেফতার করা নিয়ে আমরা উদ্বিগ্ন। নির্বাচন সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।’

নির্বাচন সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। সব দল নির্বাচনে অংশ নেয়নি। সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।’

যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘ মেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।

বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মতভিন্নতা দূর করে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এই প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

এদিকে, নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক।

এছাড়া সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত/হাইকমিশনার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনা নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তান, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার দূতরা বঙ্গবন্ধুকন্যাকে অভিনন্দন জানিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

;

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৮ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে যে, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে। যুক্তরাষ্ট্র বিরোধী দলের হাজার হাজার রাজনৈতিক কর্মীর গ্রেপ্তার এবং নির্বাচনের দিনের অনিয়মের প্রতিবেদন নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে এই মতামত শেয়ার করে যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না এবং আমরা দুঃখিত যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করেনি।

ম্যাথিউ মিলার বলেন, সামনে তাকিয়ে যুক্তরাষ্ট্র অবাধ, মুক্ত ইন্দো-প্যাসিফিকে আমাদের ভাগ করা লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজকে সমর্থন করতে, আমাদের জনগণের সঙ্গে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে অঙ্গীকারবদ্ধ।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় এবং এর পূর্ববর্তী মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা করে। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদন বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করছি। আমরা সব রাজনৈতিক দলকে সহিংসতা না করার আহ্বান জানাই।

এদিকে, নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক।

এছাড়া সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত/হাইকমিশনার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনা নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তান, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার দূতরা বঙ্গবন্ধুকন্যাকে অভিনন্দন জানিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

;

পদত্যাগ করলেন ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন

ছবি: বিবিসি

দায়িত্ব নেওয়া ২ বছরের কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন। তার পদত্যাগের সাথে ইউরোপীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ তার শীর্ষ দলে রদবদল করবেন বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) এক বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

একটি বিবৃতিতে, ম্যাক্রোঁ বলেছেন, বোর্ন তার অফিসে থাকাকালীন “সাহস, প্রতিশ্রুতি এবং সংকল্প” দেখিয়েছিলেন।

তার উত্তরসূরি হিসেবে কাকে নিযুক্ত করা হবে তা এখনো জানা যায়নি।

এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্ন এই পদে থাকবেন।

তিনি ছিলেন ফ্রান্সের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং দীর্ঘতম দায়িত্ব পালনকারী, দীর্ঘস্থায়ী এডিথ ক্রেসন যিনি ১৯৯১-১৯৯২ সাল পর্যন্ত ফ্রাঁসোয়া মিটাররান্ডের অধীনে ভূমিকা পালন করেছিলেন।

সাম্প্রতি দেশটিতে সরকার পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ে। ম্যাক্রোঁ জুনের নির্বাচনের আগে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। এমন এক সময়ে এ সিদ্ধান্ত হলো যখন ফ্রান্স অলিম্পিক গেমস আয়োজনের কেন্দ্রস্থল হবে।

তার রাষ্ট্রপতিত্বের তিন বছর বাকি থাকায়, ভাষ্যকাররা বলেছেন যে বিতর্কিত নীতি এবং আইনী পরাজয়ের জন্য ধারাবাহিক প্রতিবাদের পরে তার সরকারের রাজনৈতিক প্রেরণা পুনরুজ্জীবিত করার জন্য একটি সংশোধন করা হয়েছে।

তার সরকার ডিসেম্বরে অভিবাসন আইনের একটি গুরুত্বপূর্ণ অংশে একটি উল্লেখযোগ্য পরাজয়ের সম্মুখীন হয়েছিল, যা ব্যাপকভাবে সংকটের মুহূর্ত হিসাবে দেখা হয়েছিল।

বিবিসি জানায়, ডানপন্থী বিরোধী গোষ্ঠীগুলিকে ছাড় দেওয়ার পরে আইনটি শেষ পর্যন্ত পাস করা হয়েছিল তবে ম্যাক্রোঁর দল এখনও ইউরোপীয় ভোটে একটি শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে।

বোর্নের প্রস্থানকে সেই পুনর্বিবেচনার সূচনা হিসাবে দেখা হবে, সরকারের বেশ কয়েকটি মূল ব্যক্তিত্ব তাকে প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছে।

৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল, সশস্ত্র বাহিনী মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এবং প্রাক্তন কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনরমন্ডির সম্ভাব্য বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সরকারের প্রতিদিনের ব্যবসা পরিচালনা করবেন এবং মন্ত্রী পরিষদের প্রধান হবেন বলে আশা করা হচ্ছে।

ম্যাক্রোঁর দল ২০২২ সালে তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারায়। নতুন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির নীতিগুলিকে আইনে পরিণত করার জন্য একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

নিযুক্ত হলে ২০১৭ সালে ম্যাক্রন প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে নতুন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত চতুর্থ ব্যক্তি হবেন।

;

ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

ছবি : সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা চলতি সপ্তাহে বৈরুতে হামাস নেতাকে হত্যার প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান লক্ষ্য করে ৬২টি রকেট ছুড়েছে।

এদিকে, গত শনিবার বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় লেবাননকে আঞ্চলিক সংঘাতে টেনে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘মহান নেতা শেখ সালেহ আল-আরুরিকে হত্যার অপরাধের প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসাবে উত্তর ইসরায়েলের মেরন বিমান নিয়ন্ত্রণ ঘাঁটিতে ৬১টি বিভিন্ন ধরণের রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।’

আল-জাজিরা জানিয়েছে, এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, প্রায় ৪০টি রকেট মেরন বিমান নজরদারি ঘাঁটির দিকে নিক্ষেপ করা হয়েছে। তবে, ওই হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

পরে শনিবার লেবাননের জামা’আ ইসলামিয়া গ্রুপ এক বিবৃতিতে বলেছে, তারা উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনায় দুটি রকেট নিক্ষেপ করেছে।

লেবাননে নিযুক্ত আল-জাজিরার সংবাদদাতা বলেছেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনী সীমান্ত এলাকায় গুলি বিনিময় অব্যাহত রেখেছে। ইসরায়েলি আক্রমণ লেবাননের ভূখণ্ডের বেশ ভেতরে আঘাত হেনেছে এবং সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার ভেতরের একটি বাড়িতে আঘাত হেনেছে।

অন্যদিকে গত শুক্রবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, লেবাননকে অবশ্যই হামাসের উপ-প্রধান আল-আরুরির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে হবে।

গত মঙ্গলবার হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরায়েলের হামলায় হামাস নেতা আল-আরুরি নিহত হন।

নাসরাল্লাহ ইসরায়েলকে সংঘাত সম্প্রসারণের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে তার গ্রুপের লড়াইয়ের জন্য কোনও নিয়ম থাকবে না।

ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এড়াতে আরুরির হত্যা অত্যাবশ্যক ছিল।

ইসরায়েলকে সতর্ক করেও তিনি বলেছেন, ‘আঞ্চলিক সংঘাতে লেবাননকে টেনে নেওয়া এড়াতে হবে। আঞ্চলিক সংঘাত থেকে কেউ জিতবে না।’

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, দক্ষিণ লেবাননে যেকোনও বড় মাপের বোমা হামলা এই অঞ্চলে একটি বিস্তৃত বিস্ফোরণ ঘটাবে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *