খেলার খবর

২০০০ পৃষ্ঠার আত্মজীবনী লিখবেন ওয়ার্নার

ডেস্ক রিপোর্ট: সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। এর আগেই বিদায় বলেছেন একদিনের ক্রিকেটকেও। টি-টোয়েন্টি চালিয়ে গেলেও ক্রিকেটসংক্রান্ত ব্যস্ততা যে তার অনেকটাই কমে গেছে তা না বললেও চলে। সেই অবসরে লিখে ফেলেছেন আত্মজীবনী। ২০০০ হাজার পৃষ্ঠার আত্মজীবনী শিগগিরই বাজারে আসবে।

প্রেইরি ক্লাব ফায়ার পডকাস্টে অ্যাডাম গিলক্রিস্ট এবং মাইকেল ভনের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে উঠে আসে ওয়ার্নারের আত্মজীবনীর কথা। আত্মজৈবনিক গ্রন্থের ব্যাপারে ওয়ার্নার বলেন, ‘একটা ঘটনা নিয়ে অন্যরা কী বলেছে, আর সে প্রসঙ্গে আমার জবাব কী, বইটা এমন আঙ্গিকে হবে না। তাহলে তো আসলে বিষয়টা ইট-পাটকেল তত্ত্বের মধ্যে পড়ে যাবে। এটা ওইরকমের বই হবে না। এটা হবে আমার জার্নি নিয়ে, আমার বেড়ে ওঠা নিয়ে।’

২০১৮ সালে বল টেম্পারিং কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ‘স্যান্ডপেপার-গেট’ নামের সে কেলেঙ্কারি নিয়ে ওয়ার্নারের বইয়ে কিছু উঠে আসবে কিনা এমন প্রশ্নের উত্তর যেন কিছুটা এড়িয়ে যাওয়ার ছলেই দিয়েছেন ওয়ার্নার, ‘অস্ট্রেলিয়া দল একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সব ফরম্যাটেই ভালো সময় কাটাচ্ছে। এটাই মূল বিষয়। ওই ঘটনা (স্যান্ডপেপার-গেট) নিয়ে আমার ভাষ্য, সেটা তো যেকোনো সময়ই বলা যাবে।’

স্যান্ডপেপার-গেট নিয়ে যদি বইয়ে খুব বেশি কিছু না-ও থাকে, তবু ক্ষতি নেই। কারণ বইয়ে যে অনেক বিতর্কিত বিষয়ে আলোকপাত করবে, সে ইঙ্গিত দিয়ে রেখেছেন ওয়ার্নার, ‘বইয়ে এমন অনেক কিছুই থাকবে, যা পড়ে অনেকেই চমকে যেতে পারে।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়া ক্রিকেটের আধুনিক যুগের অন্যতম সেরা এই ব্যাটার দীর্ঘ ক্যারিয়ারে ১১২ টেস্ট খেলে ৮,৭৮৬ রান করেছেন আর একদিনের ক্রিকেটে ১৬১ ম্যাচে তার রান ৬,৯৩২।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *