আন্তর্জাতিক

আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলবেন না : নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার অভিযোগ পাত্তা না দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বে সবচেয়ে নীতিবান।’

তিনি গত শনিবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবারই ইরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন।

রয়টার্স জানিয়েছে, এরদোয়ানের নাম উল্লেখ না করে নেতানিয়াহু বলেন, ‘আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলবেন না। আপনি যদি মনে করে আমাদের সেনা সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনবেন, তা হবে ভণ্ডামি। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সেনাবাহিনী।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সামরিক বাহিনী গাজার বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করছে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস বেসামরিক মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ করছে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের অতর্কিত রকেট হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়। পাশাপাশি দেশটিতে ঢুকে অনেককে জিম্মি করেন তারা।

ইসরায়েল বলছে, জিম্মিদের সংখ্যাটা ২২০ জনের বেশি। হামাসের হামলার দিন থেকেই গাজায় উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি উপত্যাকটি অবরোধ করায় চরম মানবেত জীবন কাটাচ্ছেন সেখানের বাসিন্দারা।

শনিবারের সংবাদ সম্মেলনের আগে হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু।

গাজাকে ‘শয়তানের ঘাঁটি’ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসরায়েলি সেনারা হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে গাজায় প্রবেশ করেছেন।’

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, ‘ইসরায়েলের স্থল অভিযানের ফলে হাজারো বেসামরিক মানুষের মৃত্যু হবে।’

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের গত ২২ দিনের হামলায় উপত্যকাটিতে ৭ হাজার ৭০৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজারের বেশি শিশু।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *