আব্দুস সালাম পরিকল্পনামন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত নান্দাইলবাসী
ডেস্ক রিপোর্ট: আব্দুস সালাম পরিকল্পনামন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত নান্দাইলবাসী
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ খবরে মিষ্টি বিতরণ, আতশবাজি ও আনন্দ মিছিল করেছে নান্দাইল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আমাদের নেতাকে মন্ত্রিত্ব দেওয়ায় উপজেলার সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দের বন্যা বইছে। নান্দাইলবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।
উপজেলার দেওয়ানগঞ্জ বাজারের ব্যবসায়ী মানিক আহমদ বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের উপজেলার বিভিন্ন সমস্যাগুলো দ্রুত নিরসন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
প্রবীণ শিক্ষক আলী আফজল খান বলেন, আব্দুস সালাম মন্ত্রী হয়েছে এ কথা শুনার পর অনেক আনন্দ লাগছে। নান্দাইলবাসী যোগ্যনেতা নির্বাচিত করার ফলস্বরূপ প্রধানমন্ত্রী এ উপহারে আমরা নান্দাইলবাসী খুশী।
আব্দুস সালাম ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কুমারুলির রসুলপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস, পিএসসি) ময়মনসিংহ জেলার রাজনীতিবিদ এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ১৯৯৬, ২০০৮ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া ও তিনি ব্রাজিলে রাষ্ট্রদুত ছিলেন।
সকালে স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা
ছবি: সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দ্বাদশ সংসদের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী ফুল শ্রদ্ধা জানাবেন। বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন আজ। সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী, পরে পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র ৬২ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পায়। এ ছাড়া একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। একটি আসনে ভোট বাতিল ও আরেকটি আসনে ভোট স্থগিত করা হয়।
;
শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন
ছবি: সংগৃহীত
পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।
রুশ প্রেসিডেন্ট শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন।
৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করে টানা চতুর্থবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়। নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করে দেওয়া হয়েছিল। সেই নির্বাচন এ মাসের ১৩ তারিখে অনুষ্ঠিত হবে।
২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন ও জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।
;
আগের ধারাবাহিকতা রক্ষা করেই দায়িত্ব পালন করব: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগের ধারাবাহিকতা রক্ষা করেই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবো।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে তার বনানীর বাসায় এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। নতুন সরকারে তিনি আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে এই মন্ত্রণালয়ে পাঁচ বছর শিক্ষামন্ত্রী ছিলেন ডা. দীপু মনি, তার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছি সমন্বয় করে। এর ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা শিক্ষা পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে পথ চলব।
তিনি বলেন, আজকে কোন চ্যালেঞ্জের কথা বলতে চাই না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন। তিনি ২০০৯ সাল থেকে শিক্ষায় অনেক বিনিয়োগ করেছেন। শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং রূপান্তরের কাজ চলমান আছে। সেই চলমান কাজ আমরা এগিয়ে নিতে চাই। আজ চ্যালেঞ্জের কথা নয়, চ্যালেঞ্জ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট জনগণ সৃষ্টির পথে আমরা হাঁটছি সেই ট্রান্সফরমেটিভ কাজগুলোকে এগিয়ে নেওয়া হবে। শিক্ষায় অংশীজন যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নেবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নওফেল বলেন, শিক্ষায় রূপান্তরের যে কাজগুলো চলছিল তা নিয়ে যে অপপ্রচার হচ্ছে, গুজব রটানো হচ্ছে, দূরভিসন্ধিমূলক কাজগুলো হচ্ছে সেগুলোতে যেন আমরা কান না দেই, সেগুলোকে যেন আমরা প্রতিহত করি। আমরা ধৈর্য ধরে দেখি কীভাবে এই রূপান্তরের কাজটা আমাদের এগিয়ে নিয়ে যাবে।
;
প্রায় ৪ যুগ পর বিশ্বনাথ পেল প্রতিমন্ত্রী, আনন্দ মিছিল
আনন্দ মিছিল
সিলেটের বিশ্বনাথবাসী প্রায় ৪ যুগ পর আবারও পেলেন বাংলাদেশ সরকারের এক প্রতিমন্ত্রী। এবারের প্রতিমন্ত্রী হলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রতিমন্ত্রী হওয়ার খবরে তার জন্মস্থান সিলেটের বিশ্বনাথে বইছে আনন্দের বন্যা। প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথ পৌর শহরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর বিশ্বনাথবাসী শফিকুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রী পেয়ে উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন। অনেকেই বলেন, এই আসনে অতীতের ১০ বছর পিছিয়ে পড়া উন্নয়ন এবার পুষিয়ে নেওয়ার বিশাল সুযোগ হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট কলামিস্ট এএইচএম ফিরোজ আলী জানান, ১৯৭৮ সালে একবার বিশ্বনাথবাসী একজন যোগাযোগ প্রতিমন্ত্রী পেয়েছিলেন। তিনি হলেন মরমী কবি দেওয়ান হাসন রাজার পরিবারের সদস্য দেওয়ান তৈমুছ রাজা চৌধুরী। তার পর প্রায় ৪৫ বছর আর বিশ্বনাথবাসী একজন প্রতিমন্ত্রীর দেখা পাননি। শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় আরেকটি ইতিহাস গড়েছেন। এটা বিশ্বনাথবাসীর জন্য অনেক বড় পাওয়া বলে জানান। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাদ আসর পৌর শহরের পুরাণ বাজার বায়তুল আমান জামে মসজিদে শোকরানা দোয়া শেষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে ‘উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন’ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
;
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।