খেলার খবর

ক্রীড়ামন্ত্রী পাপনের পথচলা শুরু রোববার

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। সেই দায়িত্ব বুঝে নিতেই আগামীকাল রোববার প্রথমবারের মতো অফিস করবেন তিনি। সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ দপ্তরে যোগদান করার কথা রয়েছে তার।

মন্ত্রণালয়ে যাওয়ার পর সেখানে সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব সারবেন তিনি। পরবর্তীতে দুপুর ২ টার দিকে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় মিলিত হবেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রী। এসময় তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও জানাতে পারেন পাপন।

এর আগে, গত ১১ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন পাপন। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ক্রিকেটের সঙ্গে জড়িত থাকায় তার হাত ধরে ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন প্রত্যাশা এখন এমটাই।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *