আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩৫

ডেস্ক রিপোর্ট: রাফাহ শহরের একটি বাড়িতে রাতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই বছরের মেয়েসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১৩৫ ফিলিস্তিনি নিহত ও ৩১২ জন আহত হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে একটি অবৈধ ইসরায়েলি বসতির কাছে তিন ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে।
গাজা সরকারি মিডিয়া অফিস বলছে, আল-আকসা শহীদ হাসপাতালে বিদ্যুৎ জেনারেটরগুলিতে কোন জ্বালানী অবশিষ্ট নেই, আইসিইউ এবং নার্সারি রোগীদের মৃত্যুর চরম ঝুঁকিতে ফেলেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ হাজার ৮৪৩ জন নিহত এবং ৬০ হাজার ৩১৭ জনেরও বেশি আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *