বিনোদন

ইডেন গার্ডেনে শরিফুল রাজের সঙ্গে মন্দিরা

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আইসিসি ২০২৩ বিশ্বকাপের ম্যাচ দেখতে কলকাতার ইডেন গার্ডেনে দেখা গিয়েছে শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তীকে।

গতকাল শনিবার (২৮ অক্টোবর) তাদেরকে ইডেনের গ্যালারিতে দেখা গেছে।

মন্দিরা ফেসবুকে রাজের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছেন। এসময় ছবির ক্যাপশনে অভিনেত্রী ‘কাজল রেখা’ বাংলাদেশ লিখে বিজয়ের চিহ্ন দিয়েছেন। খুব শিগগিরই শরিফুল রাজ ও মন্দিরাকে দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ চলচ্চিত্রে।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। এ জন্য রাজ-মন্দিরা-সেলিমসহ আরও কয়েকজন সিনেমার প্রচারনার জন্য ভারত গেছেন।

শুধু তাই নয়, ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে একই মাঠে। সেই ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থাকবেন ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সব কাজ শেষ, চলছে সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি। শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তীর ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *