ভালো কিছুর প্রত্যাশায় আছেন সুজন
ডেস্ক রিপোর্ট: আসন্ন বিপিএল আসরে ফরচুন বরিশালের কোচিংয়ের দায়িত্ব পালন করার কথা ছিল ডেভ হোয়াটমোরের। তবে তিনি আসতে না পারায় এবার সাতটি ফ্র্যাঞ্চাইসির কোচের সকলেই স্থানীয়।
ঢাকার দায়িত্বে আছেন খালেদ মাহমুদ। কুমিল্লার মোহাম্মদ সালাউদ্দিন, খুলনার তালহা জুবায়ের, রংপুরের সোহেল ইসলাম, বরিশালের মিজানুর রহমান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তুষার ইমরান এবং সিলেটের রাজীন সালেহ। স্থানীয় কোচদের দ্বারাই পুরো টুর্নামেন্টটি নিয়ন্ত্রিত হবে এটা জেনে দারুণ খুশি ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি ব্যাপারটা দারুণ। বিরাট বড় প্ল্যাটফর্ম ও সুযোগ আমাদের দেশীয় কোচদের জন্য। যারা হয়তো এই বছর প্রথম হেড কোচ হিসেবে কাজ করবে তাদের জন্য তো অবশ্যই। এছাড়াও যারা সহযোগী কোচ আছে তারা সবাই বাংলাদেশি। অনেকে সুযোগ পাচ্ছে ট্রেনার ফিজিও হিসেবে, এটা আমাদের ক্রিকেটের জন্য ডেভেলপমেন্টের জিনিস। আমাদের ডেভেলপমেন্টের জন্য এটাও বড় ধাপ।’
বাকি দলগুলোর তুলনায় ঢাকার দলে তেমন বিগ বাজেটের কোনো ক্রিকেটার নেই। স্বল্প বাজেটেই শেষ মুহুর্তে তারা তৈরি করেছে তাদের দল। তারপরও নিজের দল নিয়ে প্রত্যাশা রাখছেন সুজন, ‘আমি এখনই বলব না চ্যাম্পিয়ন হতে চাই, নিশ্চিতভাবে সবাই চ্যাম্পিয়নের লক্ষ্যে দল গড়ে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়াটা লাক। এজন্য ভালো ক্রিকেট খেলা জরুরি।‘
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।