আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় ১৩২ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী হামাস নির্মূলে পরিচালিত ইসরাইলের গত ২৪ ঘণ্টার হামলায় গাজায় ১৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।  গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১০০ জনে এবং আহত হয়েছেন আরও ৬০ হাজার ৮৩৪ জন।

সোমবার (১৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক ফেসবুকে পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, এখনও হতাহত অনেকে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তা ও অ্যাম্বুলেন্সে রয়েছেন। সিভিল ডিফেন্স কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। 

হামাসের মিডিয়া কার্যালয় জানিয়েছে, হাসপাতালগুলো আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত থাকার কথা। এরপরও চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনী বারবার হাসপাতালে হামলা চালিয়েছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, সুড়ঙ্গের মধ্যে হাসপাতাল তৈরি করে নিজেদের ‘কমান্ড সেন্টার’ হিসেবে ব্যবহার করছে হামাস। যদিও হামাস তা অস্বীকার করে আসছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *