আন্তর্জাতিক

নির্বাচন বানচালে নাশকতা গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে ট্রেনে আগুনসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে  তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এছাড়াও সব দলকে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৫ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। প্রেস ব্রিফিংয়ে নির্বাচনকে ঘিরে বিএনপির নাশকতাকে অগ্রহণযোগ্য বলে জানান স্টিফেন ডুজারিক।

চলতি মাসের ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এ নির্বাচন বানচালে দেশজুড়ে নানা নাশকতা ঘটেছে। বিশেষ করে ট্রেনে আগুন দেয়া এবং রেললাইন কেটে রাখার কারণে প্রাণহানি ঘটে অনেক। সাধারণ মানুষের এসব মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। দেশীয় গণমাধ্যম ছাপিয়ে এসব ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে। 

তিনি বলেন, আমরা সব দলকেই এ ধরনের সহিংসতা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানাই। জাতিসংঘের অবস্থান সব ধরনের সহিংসতার বিরুদ্ধে উল্লেখ করে ডুজারিক বলেন, যারা সহিংসতা করছে, আমরা তাদের ক্ষমা করবো না।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *