টানা ব্যর্থতায় ক্যাটরিনা
ডেস্ক রিপোর্টঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মেধাবী অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে বেশ সুখেই আছেন এই সুপারস্টার। তবে ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারছেন না। তার অভিনীত সিনেমা টানা একের পর এক ব্যাবসায়িকভাবে ব্যর্থ হচ্ছে।সাম্প্রতিক সময়ে সালমান খানের সঙ্গে
‘টাইগার থ্রি’ বাদে ক্যাটরিনার বেশকিছু সিনেমা একেবারেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। সেই তালিকায় রয়েছে ‘ভূত পুলিশ’, ‘ভারত’, ‘বার বার দেখ’, ফিতুর’সহ আরও কিছু ছবি।
‘মেরি ক্রিসমাস’ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি
তার নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’ও সেই ব্যর্থ ছবির তালিকায় চলে গেল! গত ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’। এতে তার সঙ্গে আছেন দক্ষিণের তারকা বিজয় সেতুপতি। শ্রীরাম রাঘবন নির্মিত ছবিটি মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছে। কিন্তু বাণিজ্যে মোটেই সুবিধা করতে পারছে না এটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেলো, মুক্তির চার দিন পেরিয়ে ভারতে ছবিটির আয় মাত্র ১১ কোটি ৩৮ লাখ রুপি। এর মধ্যে সোমবার (১৫ জানুয়ারি) মোটে ১ কোটি ৬৫ লাখ রুপি সংগ্রহ করেছে ছবিটি।
ক্যাটরিনা কাইফ
প্রায় ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘মেরি ক্রিসমাস’। বক্স অফিসের যে অবস্থা, তাতে সহজেই অনুমান করা যায়, ছবিটি ফ্লপের খাতায় নাম লেখাচ্ছে। আর ক্যাটরিনা-বিজয়ের ঝুলিতেও যোগ হচ্ছে আরেকটি ব্যর্থতা।
ছবিটি নিয়ে নির্মাতা শ্রীরাম রাঘবন বলেছেন, ‘অতীতে আমি যেসব ছবি বানিয়েছি, সেগুলোর চেয়ে এটা একেবারেই ব্যতিক্রম। এই গল্পের মূল বিষয় একটি সম্পর্ক, যেটা এক রাতের মধ্যে গড়ে ওঠে দুজন অচেনা ব্যক্তির মধ্যে। হ্যাঁ, এখানে অপরাধের বিষয়ও আছে, তবে এরকম এক রাতে কেউ কেউ সারা জীবনের জন্য বেছে নেয়!’
ক্যাটরিনা কাইফ
বড়দিনের উৎসবের মধ্যে দুজন অজ্ঞাত ব্যক্তির মধ্যে পরিচয়, রোমান্স ও রহস্য ঘিরে এগিয়েছে ‘মেরি ক্রিসমাস’র গল্প। এটি হিন্দির পাশাপাশি তামিল ভাষায়ও মুক্তি পেয়েছে। ছবির হিন্দি ভার্সনে আরও আছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দ। তামিলে বিজয়-ক্যাটের সঙ্গে দেখা গেছে রাধিকা শরতকুমার, শান্মুগারাজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামস।
প্রসঙ্গত, ক্যাটরিনাকে এর আগে দেখা গেছে ‘টাইগার ৩’ সিনেমায়। সেখানে তিনি সালমান খান ও ইমরান হাশমির সঙ্গে কাজ করেছেন। বড় বাজেটের ছবিটি টেনেটুনে লগ্নি তুলতে সক্ষম হয়েছিল।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।