আন্তর্জাতিক

চুরির ভিডিও ভাইরালের পর পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি

ডেস্ক রিপোর্ট: বিভিন্ন দোকান থেকে চুরির একাধিক অভিযোগ ও ভিডিও ভাইরাল হওয়ার পরে নিউজিল্যান্ডের এক নারী এমপি পদত্যাগ করেছেন। গোলরিজ গাহরাহমান নামের এই নারী গ্রিন পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে এসব অভিযোগ তদন্ত করছে দেশটির পুলিশ।

গোলরিজ গাহরমনের বিরুদ্ধে দুটি পোশাকের দোকান থেকে তিনবার চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। একটি অকল্যান্ডে এবং অন্যটি ওয়েলিংটনে।

জাতিসংঘের প্রাক্তন এই মানবাধিকার আইনজীবী ১০১৭ সালে দেশটির সরকারে প্রথম শরণার্থী হিসাবে ইতিহাস তৈরি করেছিলেন।

সম্প্রতি চুরির অভিযোগে অভিযুক্ত গোলরিজের একটি ভিডিও ভাইরাল হয়। সিসিটিভির এ ভিডিওতে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে একটি হাতব্যাগ চুরি করছেন তিনি। ভিডিওটি সামনে আসার পরই মঙ্গলবার (১৬ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

তার এই কাণ্ডে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছে তিনি বলেছেন, কাজের মানসিক চাপ থেকে তিনি ‘এমনটি করেছেন যা তার নিজ চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

তবে তার এ ৪২ বছর বয়সী সাবেক এই এমপি আরও জানিয়েছেন, তার ব্যবহার এমন ছিল যা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ আশা করে না।

গোলরিজ গাহরামান তার পরিবারের সাথে শৈশবে ইরান থেকে পালিয়ে যান, যাদের সবাইকে নিউজিল্যান্ডে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *