আন্তর্জাতিক

জিম্মিদের ওষুধ সরবরাহের ক্ষেত্রে হামাসের নতুন শর্ত

ডেস্ক রিপোর্ট: গাজায় হামাসের হাতে জিম্মিদের জন্য ওষুধ সরবরাহের ক্ষেত্রে নতুন শর্ত ঘোষণা করেছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বুধবার (১৭ জানুয়ারি) জোর দিয়ে বলেছেন, শর্ত অনুযায়ী ওষুধ বহনকারী ট্রাকগুলো অবশ্যই ইসরায়েল পরিদর্শন ছাড়াই গাজায় প্রবেশ করবে।

উল্লেখ্য, কাতার এবং ফ্রান্সের মধ্যস্থতায় সম্পাদিত একটি চুক্তির অধীনে গাজায় জিম্মিদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের বিনিময়ে গাজার বেসামরিক নাগরিকদের জন্যও ওষুধ সরবরাহ করা হবে।

চুক্তি অনুযায়ী, ৪৫ জন জিম্মির জন্য ওষুধ পাবে হামাস। এরপরই বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য মুসা আবু মারজুক জিম্মিদের ওষুধ সরবরাহের ক্ষেত্রে নতুন শর্ত প্রকাশ করেছেন।

তিনি এক্স-এ বলেছেন, ‘জিম্মিদের প্রতি বাক্স ওষুধের বিপরীতে গাজার বাসিন্দাদের জন্য ১,০০০ বাক্স ওষুধ প্রবেশ করাতে হবে।’

মারজুক বলেন, ‘ওষুধগুলো ফ্রান্সের মাধ্যমে নয়, বরং হামাসের ট্রাস্টের মাধ্যমে সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘ওষুধগুলো বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। ওষুধের ট্রাকগুলো ইসরায়েলের পরিদর্শন ছাড়াই প্রবেশ করবে।’

প্রসঙ্গত, গাজা উপত্যকায় প্রবেশ করা সব সাহায্য সরবরাহ ইসরায়েলের তদন্তের পরেই সরবরাহ করা হয়ে থাকে।

এখনো হামাসের সর্বশেষ শর্তের বিষয়ে কোনও মন্তব্য করেননি ইসরায়েলি সরকারের মুখপাত্র আইলন লেভি।

মিশরের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওষুধ বহনকারী একটি কাতারি বিমান বুধবার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে মিশরীয় শহর এল-আরিশে পৌঁছেছে।

ফ্রান্স বলেছে, ওষুধগুলো রাফাহ শহরের একটি হাসপাতালে পাঠানো হবে, যেখানে সেগুলো রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে এবং জিম্মিদের কাছে স্থানান্তর করার আগে ব্যাচে বিভক্ত করা হবে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *