আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমাবেশ আজ
ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী’র নেতৃত্বে এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ- ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মোড় থেকে শুরু হয়ে তিন পুলের মাথা হয়ে কাজীরদেউড়ি মোড় লাভলেইন বিমান অফিস হয়ে পুনরায় এনায়েত বাজারে এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক তখন বিএনপি-জামায়াত হরতাল দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে থামিয়ে দিতে চায়। দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী সংগঠনে রুপান্তরিত হয়েছে, গত শনিবার তাদের নারকীয় তাণ্ডব পুরো দেশবাসী দেখেছে।
চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের নির্দেশে মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাইয়ের নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ বিএনপি-জামায়াতের সব ধরনের নৈরাজ্যকে রাজপথে রুখে দিতে সব সময় প্রস্তুত।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিপু ঘোষ বিলু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাষীশ আচার্য্য, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মোহাম্মদ মোরশেদ আলম, রতন ঘোষ, মো. জাহেদ, মো. ফরিদ, মো. তৌহিদুল ইসলাম মিথুন, শুভ দত্ত, জাহিদ হাসান সাইমুন, ইয়াসির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম,গোবিন্দ দত্ত প্রমুখ।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।