আন্তর্জাতিক

সামরিক শক্তিতে চীনের চেয়ে কতোটা পিছিয়ে ভারত

ডেস্ক রিপোর্ট: তিন বাহিনী মিলিয়ে ভারতের মোট সামরিক সদস্যের সংখ্যা ১৪ লাখ ৫৫ হাজার ৫৫০। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, চীনের মোট সামরিক সদস্যের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার।

ভারতের সামরিক বাজেট ছিল ৭৩.৯ বিলিয়ন ডলার। আর চীনের সামরিক বাজেট হল ২২৯ বিলিয়ন ডলার।

শুধুমাত্র সামরিক সদস্যের দিকে থেকেই নয়, বরং আকাশ দখলের দিক থেকেও চীনের থেকে অনেকটা পিছিয়ে ভারত।

যেখানে ভারতের বিমান বাহিনীর কাছে যেখানে সবমিলিয়ে মোট ২২৯৬টি যুদ্ধবিমান, হেলিকপ্টার, পরিবহণ বিমান রয়েছে, সেখানেই চীনের কাছে ৩৩০৪টি।

ট্যাঙ্কের দিক দিয়ে চীনের কিছুটা কাছাকাছি ভারত। ভারতীয় সেনাবাহিনীর কাছে আছে ৪৬১৪টি ট্যাঙ্ক। চীনের কাছে আছে প্রায় ৫০০০ ট্যাঙ্ক।

এদিকে সাঁজোয়া যানের দিক দিয়েও পিছিয়ে ভারত। চীনের কাছে আছে ১ লাখ ৭৪ হাজার ৩০০টি সাঁজোয়া যান। আর ভারতের কাছে আছে ১ লাখ ৫১ হাজার ২৪৮টি সাঁজোয়া যান।

চীনের নৌবাহিনীও ভারতের চেয়ে অনেক শক্তিশালী। ছোট-বড় সব রণতরী মিলিয়ে ভারতের কাছে আছে ২৯৪টি সমুদ্রযান। সেখানে চীনের কাছে আছে ৭৩০টি সমুদ্রযান।

এদিকে যুদ্ধবিমান বহনকারী রণতরীর ক্ষেত্রে দুই দেশ অবশ্য সমানে সমানে। ভারত ও চীন, উভয়ের কাছেই দুটি করে যুদ্ধজাহাজ বহনকারী রণতরী আছে।

ভারতীয় নৌবাহিনীর হাতে দুটি এয়ারক্র্যাফট ক্যারিয়ার ছাড়াও ১২টি ফ্রিজেট, ১৮টি সাবমেরিন আছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *