আন্তর্জাতিক

গাজায় উড়লো ইসরায়েলি পতাকা

ডেস্ক রিপোর্ট: গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের পতাকা উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ২০০৫ সালে গাজা ছেড়ে যাওয়ার পর এই প্রথম কোনো ইসরায়েলি পতাকা গাজার আকাশে উড়লো। 

সোমবার (৩০ অক্টোবর) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) যেসব সেনা গাজা উপত্যকায় প্রবেশ করেছে তারা শনিবার (২৮ অক্টোবর) গাজার একটি বাড়িতে প্রথম ইহুদি রাষ্ট্রের পতাকা লাগায়। 

আইডিএফের ৫২ ব্যাটিলিয়নের ৪০১ নম্বর ব্রিগেড ইসরায়েলের পতাকা গাজার আকাশে উড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সসহ বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়ে। 

এই সময় ইসরায়েলি সেনাদের বলতে শোনা যায়,‘ আমরা ভুলে যাব না, বিজয় ছিনিয়ে নেওয়ার আগে আমরা থামব না।’ 

এদিকে এক্সে ইসরায়েলের অফিসিয়াল আইডি থেকে গাজার আকাশে ইসরায়েলের উড়ন্ত পতাকার ছবি সংযুক্ত একটি পোস্ট করে  বলা হয়েছে, ‘এই পোস্টটি সব ইসরায়েল সমর্থকদের জন্য উৎসর্গ করা হলো। তোমাদের একতাবদ্ধতা ও শক্তির জন্য ধন্যবাদ। আমাদের সাহস জোগানোর জন্য ধন্যবাদ।’ 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র হানায়া নাফতালি এক এক্স পোস্টে লিখেছেন, ‘গাজায় ইসরায়েলি সেনারা ইসরায়েলের পতাকা উড়িয়েছে। যেভাবে বিশ্ব আইএসআইএসকে পরাজিত করেছে, ঠিক সেইভাবে আমরা হামাসকে ধ্বংস করছি।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *